ইংলিশ ক্লাব লেস্টার সিটির হামজা চৌধুরী খেলবেন বাংলাদেশে, দীর্ঘদিন ধরে সেই স্বপ্নে বিভোর এদেশের ফুটবলপ্রেমীরা। সেই স্বপ্ন পূরণের পথে অনেক দূর এগিয়েছে বাফুফে এবং হামজা।
এরই মধ্যে বাংলাদেশি পাসপোর্ট পেয়েছেন হামজা। ছাড়পত্র মিলেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের। এখন বাকি শুধু ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি ও লেস্টার সিটির অনুমোদন। সেটা পেলেই লাল-সবুজ জার্সিতে মাঠে নামার দরজা খুলে যেতো হামজার।
বাফুফে চাইছিলো নভেম্বর উইন্ডোতেই হামজাকে জাতীয় দলের হয়ে খেলাতে। এর মধ্যে বড় দুঃসংবাদ। কাঁধের হাড় নড়ে গেছে ২৭ বছর বয়সী এই মিডফিল্ডারের। অনুশীলনের সময় এই গুরুতর আঘাত পেয়েছেন হামজা।
লেস্টার সিটির কোচ স্টিভ কুপারও নিশ্চিত করে বলতে পারছেন না, কতদিন মাঠের বাইরে থাকতে হবে এই ফুটবলারকে।
আরও পড়ুন: