রবিবার

২৪ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি: বৃষ্টির সম্ভাবনা শঙ্কা জাগানোর মতো নয়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৪ ১০:২০

শেয়ার

বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি: বৃষ্টির সম্ভাবনা শঙ্কা জাগানোর মতো নয়
টি-টোয়েন্টির জন্য প্রস্তুত খেলার মাঠ। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথমবারের মতো ফরম্যাটটিতে খেলতে নামছে বাংলাদেশ। যেখান থেকে পরবর্তী ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে চায় বাংলাদেশ দল। টেস্টে ধবলধোলাইয়ের পর ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তারা ঘুরে দাঁড়াতে চায়। তার আগে টেস্টে বিঘ্ন ঘটানো বৃষ্টির কোনো শঙ্কা রোববার গোয়ালিয়র ম্যাচে আছে কিনা তেমন প্রশ্ন এসেই যায়।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হবে দুই দল। যাকে বলা হচ্ছে দুই দলের জন্যই নতুন শুরু। টাইগাররা সাকিব আল হাসান পরবর্তী অধ্যায় শুরু করছে এই ফরম্যাটে। আর রোহিত শর্মা, বিরাট কোহলিদের মতো সিনিয়র ক্রিকেটারদের অবসরের পর তরুণদের সমন্বয়ে গড়া দল নিয়ে ভারত টি-টোয়েন্টি খেলতে নামছে।

গোয়ালিয়রে এদিন আবহাওয়ার খবরে সুসংবাদ মিলেছে দুই দলের জন্যই। বৃষ্টির সম্ভাবনা শঙ্কা জাগানোর মতো নয়। এ ছাড়া তাপমাত্রাও থাকবে অন্যদিনের তুলনায় কিছুটা কম। ২৪ ডিগ্রি তাপমাত্রার সঙ্গে ৮০ শতাংশের কম আদ্রতা থাকবে। ম্যাচ শুরুর সময়ে মধ্যপ্রদেশের শহরটিতে সন্ধ্যায় অন্যদিনের তুলনায় কিছুটা ঠান্ডা আবহাওয়া থাকবে বলে জানা গেছে।