শুক্রবার

৪ এপ্রিল, ২০২৫
২১ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

বসুন্ধরা কিংস ফুটবল একাডেমির যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৪ ১৫:৫২

শেয়ার

বসুন্ধরা কিংস ফুটবল একাডেমির যাত্রা শুরু
একাডেমিতে অনুশীলনে ব্যস্ত ক্ষুদে ফুটবলাররা। ছবি: সংগৃহীত

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বসুন্ধরা কিংসের ফুটবল একাডেমি। যেখানে তিন ক্যাটাগরিতে ভর্তি হয়েছে প্রায় শতাধিক ফুটবলার। অনাবাসিকভাবে শুরু হলেও তা দ্রুতই আবাসিক একাডেমি করা হবে বলে জানান কিংস কর্তৃপক্ষ।

এদিকে একাডেমির জন্য দেশজুড়ে ট্যালেন্ট হান্ট করবে বসুন্ধরা কিংস। ক্লাবটির এমন কার্যক্রমকে স্বাগত জানিয়েছে অভিভাবকরা।

বড় স্বপ্ন নিয়েই বসুন্ধরা কিংসের একাডেমিতে এসেছেন ক্ষুদে ফুটবলাররা। বিরূপ আবহাওয়াও দমিয়ে রাখতে পারেনি তাদের। কেউ এসেছেন বাবার হাত ধরে কেউবা মায়ের। সবারই একটা লক্ষ্য, বড় ফুটবলার হওয়া

বর্তমানে বাংলাদেশের অন্যতম সফল ক্লাব বসুন্ধরা কিংস। অবকাঠামো ও নিজস্ব মাঠ থাকলেও ছিল না কোনো ক্লাব একাডেমি। এবার সেই অভাবও পূরণ করতে চায় দেশের অন্যতম সেরা এই ক্লাব।
 
বসুন্ধরা কিংসের এই ফুটবল একাডেমিতে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। মাসিক বেতন ছয় হাজার। এখান থকে প্রতিভাবানদের বসুন্ধরা কিংসের মূল দলেও সুযোগ দেয়া হবে।
banner close
banner close