রবিবার

২৪ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

লজ্জার হারের পরেও একই কথা শোনালেন শান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৪ ১০:১১

শেয়ার

লজ্জার হারের পরেও একই কথা শোনালেন শান্ত
ছবি: এপি

দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারতের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই লজ্জার পরাজয়ের স্বাদ পেল বাংলাদেশ দল।

রোববার গোয়ালিয়রে ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে পাত্তাই পায়নি বাংলাদেশ। ৪৯ বল হাতে রেখে বাংলাদেশের দেয়া  ১২৭ রানের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।

ম্যাচ শেষে সেই ব্যাটিং ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠেছে। আর টাইগার অধিনায়ক শান্তও পুরনো কথা ঘুরিয়ে-ফিরিয়ে নতুন করে বললেন।

নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আমাদের অবশ্যই সামর্থ্য আছে বলে আমি বিশ্বাস করি। তবে দক্ষতা উন্নতির অনেক জায়গা আছে। আমি যদি গত ১০ বছর দেখি, আমরা এ রকমই ব্যাটিং করে যাচ্ছি। মাঝেমধ্যে হয়তো ভালো ব্যাটিং করি।’

টাইগার অধিনায়ক আরও বলেন, ‘এটার জন্য আমরা ঘরের মাঠে যখন অনুশীলন করি, তখন উইকেটের পরিবর্তন আনতে হবে। আমরা যখন ঘরের মাঠে খেলি, তখন ১৪০-১৫০ রানের উইকেটই হয়। ব্যাটসম্যানরা ওই রানটা কীভাবে করতে হয়, সেটা জানে। কিন্তু আমরা জানি না কীভাবে ১৮০ করা যায়। ওই ধরনের উইকেট অনুশীলন করলে হয়তো আমাদের আরেকটু উন্নতি হবে। তবে আমি শুধু উইকেটের দোষ দেব না। এখানে মানসিক অনেক ব্যাপার থাকে।’

ব্যাটিংটা ভালো হলে ভাগ্যও বদলাবে, এমনটাই মনে করেন শান্ত। বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘আমরা এর চেয়ে ভালো দল। আমরা অনেক দিন ধরেই এই সংস্করণে ভালো করছি না। তবে আমি মনে করি, আমরা এর চেয়ে আরও ভালো দল।’

আগামী ৯ অক্টোবর দিল্লিতে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। সিরিজে টিকে থাকতে হলে সেই ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে।