শুক্রবার

৪ এপ্রিল, ২০২৫
২১ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

জাভির পর এবার টুখেলকে চায় ইউনাইটেড

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৪ ১৮:৩৬

আপডেট: ৭ অক্টোবর, ২০২৪ ১৮:৫৩

শেয়ার

জাভির পর এবার টুখেলকে চায় ইউনাইটেড
টমাস টুখেল। ছবি: সংগৃহীত

গতকাল ফুটবল দুনিয়ায় গুঞ্জন ছিল ম্যানচেষ্টার ইউনাইটেডের নতুন ম্যানেজার হিসেবে আসছেন বার্সা কিংবদন্তি জাভি। তবে নতুন খবর হলো এরিক টেন হাগের পরিবর্তে ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন ম্যানেজার হিসেবে দেখা যেতে পারে টমাস টুখেলকে। চেলসি ও বায়ার্ন মিউনিখের সাবেক কোচ চাপে থাকা এরিক টেন হাগের স্থলাভিষিক্ত হতে পারেন।

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে সাত ম্যাচে মাত্র ৮ পয়েন্ট নিয়ে ইউনাইটেড বর্তমানে টেবিলের ১৪তম স্থানে রয়েছে, যা ক্লাবের ইতিহাসে প্রিমিয়ার লিগের সবচেয়ে খারাপ শুরু। এ পরিস্থিতিতে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচিং পদে টেন হাগের অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে।

সম্প্রতি ক্লাবের বাজে ফর্মের কারণে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান কোচ এরিক টেন হাগের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে, এবং ক্লাবটি সাবেক চেলসি ও বায়ার্ন মিউনিখের কোচ টমাস টুখেলকে টেন হাগের বিকল্প হিসেবে বিবেচনা করছে বলে খবর পাওয়া গেছে।

ম্যানচেস্টার ইভিনিং নিউজের রিপোর্ট অনুযায়ী, আগামী বৃহস্পতিবার লন্ডনে ইউনাইটেড কর্তৃপক্ষের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে টেন হাগের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে। টমাস টুখেলকে টেন হাগের সম্ভাব্য স্থলাভিষিক্ত হিসেবে ভাবা হচ্ছে।

যদিও টুখেল ম্যানচেস্টার ইউনাইটেডে আসার বিষয়ে আগ্রহী বলে ধারণা করা হচ্ছে, তবে ক্লাবটি টেন হাগের বিকল্প হিসেবে আরও কিছু প্রার্থীকে বিবেচনা করছে। যদিও এরিক টেন হাগ তার পদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দেননি এবং সম্প্রতি অ্যাস্টন ভিলার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পরও তার অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে মন্তব্য করেছেন।

banner close
banner close