নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে দারুণ বার্তা দেওয়া টিম বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে হেরেছে ইংল্যান্ডের কাছে। ওই হার সেমিফাইনালের দৌড় থেকে নিগার সুলতানা জ্যোতির দলকে খানিক পিছিয়ে দিয়েছে। তবে সম্ভাবনা শেষ হয়ে যায়নি। যদিও পথটা কঠিন, কেননা স্বপ্ন বাঁচিয়ে রাখতে ‘বি’ গ্রুপে নিজেদের বাকি দুই ম্যাচেই জিততে হবে, যার প্রথমটিতে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে টাইগ্রেসরা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও স্কটল্যান্ডকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ওই জয়ে নেট রান রেট বাড়িয়ে নিয়েছে তারা। তবে টাইগ্রেসদের বিপক্ষে মাঠে নামার আগে ক্যারিবীয়দের টপঅর্ডার ব্যাটারদের নিয়ে দুশ্চিন্তা আছে। দলটির শক্তির জায়গা গোছাল বোলিং লাইনআপ, সেটাই সেমির আশা দেখাচ্ছে ক্যারিবীয়দের। নিজেদের আশা বাঁচাতে প্রতিপক্ষের ওই আশার জায়গাতেই ধাক্কা দিতে হবে টাইগ্রেসদের। এ ক্ষেত্রে ব্যাটারদেরই নিতে হবে মূল দায়িত্ব।
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ওই দায়িত্বটা ঠিকঠাক পালন করতে পারেননি তারা। জয়ের দারুণ সম্ভাবনা জাগার পরও তাই হার দেখতে হয়। সেই হতাশা ভুলে ক্যারিবীয়দের হারিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিগারদের। এ প্রসঙ্গে ফাহিমা খাতুন বলেছেন, ‘আমরা ইংল্যান্ডের বিপক্ষে ভালো খেলেছি। আমাদের জয়ের বড় সুযোগ ছিল। কিন্তু ম্যাচটা হারার পরও ইতিবাচক কিছু জিনিস নেওয়ার আছে। আমরা যদি এমন ধারা বজায় রাখতে পারি পরের ম্যাচে (ওয়েস্ট ইন্ডিজ) জয় পাওয়াটা সহজ হবে।’
অন্যদিকে বাংলাদেশের বিপক্ষেও নেট রানরেট বাড়িয়ে নিতে চাইছে ক্যারিবীয়রা। অ্যাফে ফ্লেচার যেমনটা বলেছেন, ‘নেট রানরেট বড় ভূমিকা রাখবে। কেননা আপনি জানেন না সামনের খেলাগুলো কেমন হতে যাচ্ছে। ক্রিকেটীয় জ্ঞান থেকে রানরেটের উন্নতিতে আপনার চোখ রাখতে হবে। যেটা আপনাকে সামনের দিনে সহায়তা করতে পারে। আমাদের সেটিই বজায় রাখার চেষ্টা চালাতে হবে।’
আরও পড়ুন: