শনিবার

১২ অক্টোবর, ২০২৪
২৭ আশ্বিন, ১৪৩১
০৮ রবিউছ ছানি, ১৪৪৬

ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৪ ১০:৩৮

শেয়ার

ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা
ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলে ড্র আর্জেন্টিনার। ছবি: সংগৃহীত

শুক্রবার ভোরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের হয়ে একমাত্র গোলটি করেন নিকোলাস ওতামেন্দি।

সবশেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে হারের পর এবার ভেনেজুয়েলার বিপক্ষেও ঘুরে দাঁড়াতে পারলো না স্ক্যালোনির শিষ্যরা। একাধিক খেলোয়াড়ের ইনজুরি, প্রথম গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের নিষেধাজ্ঞার মধ্যেও স্বস্তি ছিলো প্রাণভোমরা লিওনেল মেসির ফেরা।

ইনজুরির কারণে আগের দুই ম্যাচ খেলতে পারেননি বিশ্বকাপ জয়ের নায়ক। তবে ফেরার ম্যাচে দ্যুতি ছড়াতে পারেননি তিনি।

 আর্জেন্টিনাকে অবশ্য ভেনেজুয়েলা যতটা না রুখতে পেরেছে, তার চেয়ে বেশি রুখেছে মাঠের বাজে কন্ডিশন। খেলা শুরু হওয়ার ঘণ্টা খানেক আগে ভারি বৃষ্টিতে পানি জমে যায় মুনমেন্তাল স্টেডিয়াম। পানির পরিমাণ এত বেশি ছিলো যে নির্ধারিত সময়ে খেলাও শুরু করা যায়নি।

বৃষ্টি শেষেই পানি নিষ্কাশনে নেমে যান মাঠ কর্মীরা। তবে সেটা খুব একটা কাজে দেয়নি। কারণ খেলোয়াড়রা মাঠে নামার পর তাদের দৌড়ের সময়, বলে শট নেয়ার সময় এমনকি পাসের সময়ও পানি ছিটকাচ্ছিলো। যার কারণে ঠিকঠাক পাস নেয়া যাচ্ছিলো না। পানির কারণে দ্রুত আক্রমণেও উঠা যাচ্ছিল না। ঝুঁকি ছিল খেলোয়াড়দের ইনজুরিতে পড়ারও।