শনিবার

১২ অক্টোবর, ২০২৪
২৭ আশ্বিন, ১৪৩১
০৮ রবিউছ ছানি, ১৪৪৬

চমক রেখে টেস্ট দল ঘোষণা করল ভারত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৪ ১০:৫০

শেয়ার

চমক রেখে টেস্ট দল ঘোষণা করল ভারত
ফাইল ছবি

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার আগেই নিউজ়িল্যান্ড সিরিজের দল ঘোষণা করল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। রোহিত শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের এই দলে জায়গা পাননি মোহাম্মদ শামি।

বাংলাদেশ সিরিজের দলে ভারতের কোনো সহ অধিনায়ক ছিল না। নিউজিল্যান্ড সিরিজের দলে সহ অধিনায়ক করা হয়েছে জাসপ্রিত বুমরাহকে। এই সিরিজের দলে ব্যাটারদের তালিকায় রোহিত ছাড়াও রয়েছেন যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল ও সরফরাজ় খান। দুই উইকেটরক্ষক ঋষভ পান্ত ও ধ্রুব জুরেল।

চার স্পিনার রয়েছেন দলে। রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা ছাড়াও রয়েছেন অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব। বুমরা ছাড়া দলের বাকি দুই পেসার হলেন মোহাম্মদ সিরাজ ও আকাশ দীপ। অর্থাৎ, নিউ জ়িল্যান্ড সিরিজ়ে তিন পেসার ও চার স্পিনার নিয়েছে ভারত।

১৬ অক্টোবর থেকে বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে ভারত। ২৪ অক্টোবর থেকে দ্বিতীয় টেস্ট পুনেতে। ১ নভেম্বর থেকে মুম্বাইয়ে হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।

ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), জাসপ্রিত বুমরাহ (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ় খান, ঋষভ পান্ত, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ।

রিজার্ভ তালিকা: হার্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি, মায়াঙ্ক যাদব, প্রসিধ কৃষ্ণা।