সাধারণত ক্রিকেটে কোন খেলোয়ার অবসরের ঘোষণা দিলে, শেষ ম্যাচে তাকে পতিপক্ষের খেলোয়াররাও সম্মান জানান। সংবর্ধনা দেন। তবে ভারতের হায়দারাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে মাহমুদউল্লাহ রিয়াদের বিদায়ী ম্যাচে তেমনটি দেখা গেলো না।
মাহমুদউল্লাহ যখন ৮ রানে আউট হলেন, তখন ভারতের খেলোয়াররা উইকেট নেয়ার উৎসবে মেতে ছিলেন। সিনিয়র একজন ক্রিকেটরের বিদায়টা অন্যভাবেও দিতে পারতো ভারত। শুধু তাই নয়, খেলা শেষে, ক্যামেরার চোখও পড়েনি মাহমুদল্লাহর দিকে। পুরস্কার বিতরণীর সময় রিয়াদ মাঠে থাকলেও, একবারও তাকে দেখা যায়নি। পরিস্থিতি দেখে মনেই হচ্ছিলো না মাহমুদল্লাহ দীর্ঘ ১৭ বছরের ইতি টেনে ২২ গজকে বিদায় জানাচ্ছেন।
ভারতের সিরিজ জয়ের উল্লাসে মাহমুদউল্লাহ বিদায়টা ম্নান হয়েই রইলো। তবে ম্যাচ শুরুর আগে বিদায়ী ম্যাচে মাহমুদউল্লাহকে সংবর্ধনা দেয় টাইগাররা। দলের পক্ষ থেকে স্মারক তুলে দেওয়া হয়েছে মাহমুদউল্লাহর হাতে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০৭ সালে অভিষেক হয় মাহমুদউল্লাহ রিয়াদের। ১৪১ ম্যাচে ব্যাট হাতে করেছেন ২ হাজার ৪৪৪ রান। বল হাতে পেয়েছেন ৪১ উইকেট।
আরও পড়ুন: