রবিবার

২৪ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

দীর্ঘ বিরতির পর বিপিএলে রাজশাহী : যাদের নিয়ে সাজলো দল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৪ ১৭:০৫

শেয়ার

দীর্ঘ বিরতির পর বিপিএলে রাজশাহী : যাদের নিয়ে সাজলো দল
দুর্বার রাজশাহী। ছবি: সংগৃহীত

দীর্ঘ ৪ বছর পর বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) -এ ফিরছে রাজশাহী। এবারের রাজশাহী দলের ফ্রাঞ্চাইজি মালিকানা নিয়েছে ভ্যালেন্টাইন গ্রুপ। এবার দুরন্ত, কিংস অতপর রয়্যালসের পালা শেষ করে দুর্বার রাজশাহী নামে মাঠে নামছে ফ্রাঞ্চাইজিটি।

বিপিএলের একাদশ আসরে দলটি এ পর্যন্ত দেশি-বিদেশি যেসব খেলোয়াড়দের নিয়ে বাজিমাতের স্বপ্ন বুনছেন তারা হলেন- তাসকিন আহমেদ, সাব্বির হোসেন, আকবর আলী, শফিউল ইসলাম, ইয়াসির আলী, জিশান আলম, সানজামুল ইসলাম, হাসান মুরাদ, মোহর শেখ ও মেহরাব  হোসেন। এ ছাড়া ড্রাফটের আগেই নিয়ে নেয়া হয় এনামুল হক বিজয়কে। বিদেশি খেলোয়াড় হিসেবে এখন অবধি পাক অলরাউন্ডার সাদ নাসিম ও লঙ্কান অলরাউন্ডার লাহিরু সামারাকুনকে ভিড়িয়েছে রাজশাহী।

এর আগে বিপিএল-এ দলটি রাজশাহী রয়্যালস নামে সর্বশেষ অংশগ্রহণ করে ২০১৯-২০ আসরে।

২০১২ আসরে চট্টগ্রামের বিরুদ্ধে মাঠে নামার মধ্য দিয়ে প্রথমবারের মতো অংশগ্রহণ করে দলটি। বরিশাল বার্নার্সের বিরুদ্ধে সেমিফাইনাল খেলে পরাজিত হয়ে ঘরে ফিরেছিলো প্রথম আসরেই।

এরপর স্পট ফিক্সিং-এর অভিযোগে দলটির সঙ্গে চুক্তি বাতিল করে বিসিবি। যার কারণে দলটির খেলা হয়ে ওঠেনি ২০১৪ আসরে। ২০১৫ সালে বিপিএলে নতুন মাত্রা যোগ হলেও ছিলো না রাজশাহীর উপস্থিতি। ২০১৬ আসরে পুনরায় মাঠে অস্তিত্ব জানান দেয় রাজশাহী ; তবে নতুন নাম নিয়ে। দলটি এ পর্যন্ত তিনটি পৃথক পৃথক নামে মাঠে নেমেছে।
২০১২ আসরে দুরন্ত রাজশাহী, ২০১৬ আসরে রাজশাহী কিংস এবং সর্বশেষ ২০১৯-২০ আসরে রাজশাহী রয়্যালস  ব্যানারে মাঠে ছিলো দলটি। 

দীর্ঘ ৪ বছর ধরে রাজশাহীর ক্রিকেটভক্তরা নিজস্ব ক্রিকেট উন্মাদনার অভাববোধ করলেও তা কাটিয়ে ওঠার সময় এসেছে। সুদীর্ঘ অপেক্ষার পরে রাজশাহীবাসী খেলার মাঠে দেখতে যাচ্ছে তাদের নিজেদের প্রতিনিধিত্ব।

রাজশাহীর কামরুজ্জামান ক্রিকেট স্টেডিয়ামে যেন বিপিএলের ইনিংস গড়ায়, এমন আশাবাদও রাখেন অনেক ক্রিকেটপ্রেমী।