রবিবার

২৪ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

চাকরি হারালেন হাথুরুসিংহে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৪ ১৬:৪৫

আপডেট: ১৫ অক্টোবর, ২০২৪ ১৬:৪৭

শেয়ার

চাকরি হারালেন হাথুরুসিংহে
চন্ডিকা হাথুরুসিংহে। ছবি: বাংলা এডিশন

প্রথম দফার মতো বাংলাদেশে চন্ডিকা হাথুরুসিংহের দ্বিতীয় অধ্যায়ও শেষ হলো মেয়াদ পূর্ণ হওয়ার আগেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরু হওয়ার মাত্র পাঁচ দিন আগে জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব থেকে এই শ্রীলঙ্কানকে অব্যাহতি দিল বিসিবি।

মঙ্গলবার বিকেলে বিসিবিতে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, কিছু ব্যাপার নিয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়ে বরখাস্ত করা হয়েছে হাথুরুসিংহেকে।

নতুন কোচ হিসেবে ফিল সিমন্সের নাম ঘোষণা করেন বিসিবি প্রধান। এই ক্যারিবিয়ানের সঙ্গে আপাতত আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তি করেছে বিসিবির।

আগের মেয়াদে হাথুরুসিংহে নিজেই বাংলাদেশের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন। এই দফায় দুই বছরের চুক্তির মাস পাঁচেক বাকি থাকতেই চাকরি হারালেন ৫৬ বছর বয়সী কোচ।

দ্বিতীয় মেয়াদে হাতুরুর অধীনে সবচেয়ে বড় অর্জন ছিল পাকিস্তান সিরিজে টেস্ট জয়। তবে বিশ্বকাপে ভালো করার স্বপ্ন নিয়ে তাকে নিয়োগ দেয়া হলেও দুই বিশ্বকাপেই বাংলাদেশ ছিল ব্যর্থ।

উল্টো বিশ্বকাপ চলাকালীন ক্রিকেটারদের সঙ্গে বাজে ব্যবহার করে বিতর্কের জন্ম দেন হাথুরুসিংহে। তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন ও অসদাচরণের অভিযোগ ওঠে। জানা যায়, কোচ হিসেবে তার জন্য নির্ধারিত ছুটির চেয়ে বেশি ছুটি তিনি কাটিয়েছেন দুই বছরেই। এ ছাড়াও দুই বিশ্বকাপের পারফরম্যান্স ও দলের ভিতরের ঝামেলায় নানা সময়েরই বিতর্কের নাম হাথুরুসিংহে।

এর আগে প্রথম মেয়াদে ২০১৪ সালে বাংলাদেশের দায়িত্ব নেন হাথুরুসিংহে। সেবার দায়িত্ব পালন করেন ২০১৭ সাল পর্যন্ত। তার প্রথম অধ্যায়ে বাংলাদেশ দারুণ সময় পার করে। সেসময় তিন বছরে বাংলাদেশ ২১টি টেস্ট ম্যাচ খেলে জিতেছে ৬টিতে। হার মানতে হয় ১১ ম্যাচে, ড্র হয় ৪টি ম্যাচ। তার কোচিংয়ের সময়কালে ৫১ ওয়ানডের মধ্যে ২৫টিতে জিতে বাংলাদেশ, হার ২৩ ম্যাচে। টি-টোয়েন্টিতে ২৯ ম্যাচে ১০ জয়ের বিপরীতে আছে ১৯ হার।