বুধবার

২৭ নভেম্বর, ২০২৪
১৩ অগ্রহায়ণ, ১৪৩১
২৬ জামাদিউল আউয়াল, ১৪৪৬

মেসির হ্যাট্রিকে বলিভিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দিলো আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৪ ১০:৫১

আপডেট: ১৬ অক্টোবর, ২০২৪ ১২:০৯

শেয়ার

মেসির হ্যাট্রিকে বলিভিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দিলো আর্জেন্টিনা
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

কলম্বিয়ার বিপক্ষে হারের পর ভেনেজুয়েলার মাঠে ড্র, আর্জেন্টিনার সব ক্ষোভ যেনো গিয়ে পড়লো বলিভিয়ার জালে। আর এই কাজে সামনে থেকেই নেতৃত্ব দিলেন লিওনেল মেসি। একে একে নিজেই করলেন তিন গোল। সতীর্থদের গোলেও রাখলেন সরাসরি অবদান।

তার এমন জাদুকরী দিনে ঘরের মাঠে বলিভিয়াকে উড়িয়ে বিশ্বকাপ বাছাইয়ে জয়ে ফিরলো আর্জেন্টিনা।

বুয়েন্স আইরিসের এস্তাদিও ম্যাস মনুমেন্তালে বাংলাদেশ সময় বুধবার সকালে বলিভিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দেয় বিশ্ব চ্যাম্পিয়নরা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার সবচেয়ে বড় জয় এটি। যেখানে ৫ গোলেই অবদান মেসির। তিন গোল, দুটি অ্যাসিস্ট।

দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি হ্যাটট্রিকের গৌরবও এখন ৩৭ বছর বয়সী এই কিংবদন্তির। জাতীয় দলেও দশটি হ্যাটট্রিক হয়ে গেলো তার।

দুই অর্ধেই তিনটি করে গোল করে স্বাগতিকরা। মেসি ছাড়াও স্কোরবোর্ডে নাম লেখান লাওতারো মার্তিনেস, হুলিয়ান আলভারেজ ও থিয়াগো আলমাদা।