রবিবার

২৪ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

টেস্ট সিরিজ খেলতে ঢাকায় এসেছে দক্ষিণ আফ্রিকা দল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৪ ১১:০৭

আপডেট: ১৬ অক্টোবর, ২০২৪ ১২:০৪

শেয়ার

টেস্ট সিরিজ খেলতে ঢাকায় এসেছে দক্ষিণ আফ্রিকা দল
ঢাকায় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

নিরাপত্তা পর্যবেক্ষক দলের ভরসা পেয়ে বাংলাদেশে এসেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। এবার সফরে স্বাগতিকদের সঙ্গে তারা খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ, যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

বুধবার বাংলাদেশ সময় সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পা রাখে প্রোটিয়ারা। চোটে থাকলেও দক্ষিণ আফ্রিকার নিয়মিত টেস্ট অধিনায়ক টেম্বা বাভুমা দলের সঙ্গে বাংলাদেশে এসেছেন। তিনি প্রথম টেস্ট খেলতে পারবেন না, তবে চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে দলকে নেতৃত্ব দেবেন।

২১ অক্টোবর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট। ২৯ অক্টোবর থেকে চট্টগ্রামে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

এর আগে ২০১৫ সালে বাংলাদেশে টেস্ট খেলতে এসেছিল দক্ষিণ আফ্রিকা দল। সেবার বৃষ্টির কারণে দুই টেস্টই হয় ড্র। ওই দুই ড্র ছাড়া প্রোটিয়াদের বিপক্ষে ১৪ টেস্ট খেলে বাকি সবগুলোই হেরেছে বাংলাদেশ। টেস্টে ভারত ও দক্ষিণ আফ্রিকাকে কখনো হারাতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা।