নারী টি২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা প্রথম সেমিফাইনাল আজ। গতবার ঘরের মাঠে ফাইনালে এই অস্ট্রেলিয়ার কাছেই স্বপ্নভঙ্গ হয়েছিল প্রোটিয়া মেয়েদের। অন্যদিকে রেকর্ড ষষ্ঠ শিরোপা জিতে নিয়েছিল অজিরা। বোঝাই যাচ্ছে আজও ফেভারিট হিসেবে মাঠে নামছে অ্যালিসা হিলির দল। আর লরা উলভার্টরা চাইবে গতবারের প্রতিশোধ নিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠতে।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় রাত আটটায়। এ-গ্রুপ থেকে চার ম্যাচের সবকটি জিতে শীর্ষে থেকে সেমিতে উঠে এসেছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও ভারতকে হারিয়েছে যথাক্রমে ৬ উইকেট, ৬০ রান, ৯ উইকেট ও ৯ রানে। বি-গ্রুপে চার ম্যাচের তিনটিতে জিতে দ্বিতীয় স্থানে টানা দ্বিতীয় আসরে সেমির টিকিট কেটেছে উলভার্টের দল।
ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড ও বাংলাদেশকে তারা হারিয়েছে ১০ উইকেট, ৮০ রান ও ৭ উইকেটে। হার শুধু ইংল্যান্ডের কাছে (৭ উইকেটে)। এক ফিফটিতে ১৫৫ রান করে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক দলটির ওপেনার তাজনিম ব্রিটস।
আরও পড়ুন: