গ্যারেথ সাউথগেটের পদত্যাগের পর ইংল্যান্ড ফুটবল দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জার্মান কোচ টমাস টুখেল। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) গত ৮ অক্টোবর টুখেলকে নিয়োগ দিলেও খবরটি প্রকাশ করেছে গত বুধবার। লন্ডনের ওয়েম্বলিতে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ৫১ বছর বয়সী টুখেলকে পরিচয় করিয়ে দেয়া হয়।
দায়িত্ব নিয়ে সংবাদ সম্মেলনে টুখেল জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপ জিতে ইংল্যান্ডের দীর্ঘদিনের শিরোপা খরা কাটানোই তাঁর লক্ষ্য। তিনি বলেন, ইংল্যান্ডের ফেডারেশনের কিছু ট্রফি জিততে বাকি আছে, আমি সেটি পূরণ করতে চাই। টুখেলের মতে, সাউথগেটের তৈরি ভিতের ওপর দাঁড়িয়ে ইংল্যান্ডকে সাফল্যের চূড়ায় নিয়ে যাওয়া সম্ভব।
ইংল্যান্ডের তৃতীয় বিদেশি কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন টুখেল। তবে দেশি কোচদের বাদ দিয়ে জার্মান কোচ নিয়োগ দেওয়ায় সমালোচনার মুখে পড়েছে এফএ। বিশেষ করে ব্রিটিশ সংবাদপত্র ডেইলি মেইল দাবি করেছে ‘ইংল্যান্ডের জন্য একটি কালো দিন’।
টুখেলের সঙ্গে চুক্তি ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছে এফএ। আগামী জানুয়ারি থেকে দায়িত্ব পালন শুরু করবেন তিনি। তাঁর সহকারী হিসেবে থাকবেন ইংলিশ কোচ অ্যান্থনি ব্যারি। এর আগে চেলসিকে ২০২১ সালে উয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতান টুখেল।
আরও পড়ুন: