মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেয়ার ইচ্ছা ছিল সাকিব আল হাসানের। তাকে সেই সুযোগ করে দিতে বুধবার ঘোষিত প্রথম টেস্টের স্কোয়াডেও রাখেন নির্বাচকেরা। কিন্তু তাকে স্কোয়াড থেকে বাদ দেয়ার দাবিতে আন্দোলনে নেমেছে ছাত্র-জনতা।
দেশে ফেরার পথে সাকিব যুক্তরাষ্ট্র থেকে যখন দুবাইয়ে যাত্রাবিরতিতে, তখন শের-ই বাংলা স্টেডিয়ামে ‘মিরপুরের ছাত্র-জনতা’র ব্যানারে বিক্ষোভ করেছেন কিছু তরুণ। এসময় তারা ‘নো এন্ট্রি সাকিব’, ‘সাকিব তুমি মিরপুরের ক্রিকেট পিচ চিনতে পারো। কিন্তু আমরা মিরপুরের রাজপথ চিনে বড় হইছি’, ‘আমার ভাই কবরে, সাকিব কেন বাইরে’, ‘হাসিনার দালালেরা, হুঁশিয়ার সাবধান’ বলে স্লোগান দিতে থাকেন।
সাকিবের বিরুদ্ধে স্লোগানের সময় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের প্রধান গেট বন্ধ করে দেয়া হয়। ভেতরে পুলিশ ও আনসার সদস্যরা অবস্থান নেন। কিছুটা দূরে ছিল সেনাবাহিনী সদস্যদের দুটি গাড়ি, যাঁরা দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলকে নিরাপত্তা দিতে মাঠে এসেছিলেন। একপর্যায়ে প্রধান ফটকের বাইরে বিক্ষোভকারীদের পাঁচ প্রতিনিধি বিসিবি কার্যালয়ে স্মারকলিপি দিতে যান। বিসিবি সভাপতি ও প্রধান নির্বাহী এখন আইসিসি বৈঠকে যোগ দিতে দুবাইয়ে অবস্থান করায় স্মারকলিপি গ্রহণ করেন বিসিবি প্রশাসন বিভাগের প্রধান মেজর (অব.) হাসিব।
বিসিবি সভাপতি ফারুক আহমেদের উদ্দেশ্যে দেয়া ওই স্মারকলিপিতে আন্দোলনরত ছাত্র-জনতা বলছে, গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্রীয় পুনর্গঠনের লক্ষ্যে সকল ক্ষেত্রে পরিবর্তন এসেছে, যার অংশ আপনি নিজেও। যদি এই গণ-অভ্যুত্থান না হতো, আপনি বিসিবি সভাপতি হতে পারতেন না। তাই আপনার দায়িত্ব ফ্যাসিবাদ নির্মূল করে নিজ প্রতিষ্ঠান পরিচালনা করা। আপনি কোনোভাবেই ফ্যাসিবাদের পুনর্বাসন করতে পারেন না। আপনি পারেন না বাংলাদেশের জার্সি একজন ভোটচোর এমপির গায়ে জড়াতে। এই কাজের মাধ্যমে আপনি শুধু পতিত স্বৈরাচার মন্ত্রীর প্রতিজ্ঞা পূরণ করছেন।
সাকিবকে অতিদ্রুত বাংলাদেশ জাতীয় দল থেকে বাদ দেয়ার আহ্বান জানিয়ে বলা হয়, তা না করলে খেলার দিন মিরপুর এলাকায় কঠোর কর্মসূচি দেয়া হবে। ফারুক আহমেদকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, ‘এর ফলে যদি কোনো অরাজকতা সৃষ্টি হয়, বাংলাদেশের মাটিতে অন্য দেশগুলো খেলতে না আসে কিংবা বাংলাদেশ ক্রিকেট আইসিসির পক্ষ থেকে নিষেধাজ্ঞাসহ অন্য যেকোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, সে ক্ষেত্রে সব দায়ভার বিসিবি প্রধান হিসেবে আপনাকে নিতে হবে।’
স্মারকলিপি জমা শেষে ‘মিরপুরের ছাত্র-জনতার প্রতিনিধি আল মাসনূন জানান, সাকিবকে মিরপুর টেস্টের দল থেকে বাদ না দিলে মিরপুর ব্লকেড করা হবে।
আরও পড়ুন: