মুলতান টেস্টের তৃতীয় দিন শেষে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ২৬১ রানে পিছিয়ে আছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৭৫ রানে এগিয়ে থাকা পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসে ২২১ রানে অলআউট হলে ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৯৭ রানের।
১১ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৬ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে ইংল্যান্ড। ওপেনার বেন ডাকেট সাজিদ খানের বলে এবং জ্যাক ক্রলি নোমান আলীর বলে আউট হন। ইংল্যান্ডের পক্ষে উইকেটে টিকে আছেন ওলি পোপ ও জো রুট।
এর আগে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ২৯১ রানে অলআউট হয়। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ সাত উইকেট শিকার করেন অফস্পিনার সাজিদ খান।
পাকিস্তান নিজেদের দ্বিতীয় ইনিংসে শোয়েব বশির ও জ্যাক লিচের স্পিন আক্রমণে ১৫৬ রানেই ৮ উইকেট হারালেও সালমান আগা ও সাজিদ খানের নবম উইকেট জুটিতে ঘুরে দাঁডায়। জুটিতে ৭৩ বলে ৬৫ রান তোলেন দুজন। সালমান আলী আগা খেলেন সর্বোচ্চ ৬৩ রানের ইনিংস। ইংল্যান্ডের পক্ষে চার উইকেট নিয়েছেন অফস্পিনার শোয়েব বশির। এ ছাড়া বাঁহাতি স্পিনে জ্যাক লিচ শিকার করেন তিন উইকেট।
পাকিস্তানের মাটিতে সর্বোচ্চ ৩১৫ রান তাড়া করে জেতার রেকর্ডটি অস্ট্রেলিয়ার। জিততে হলে ইংল্যান্ডকে দ্বিতীয় সর্বোচ্চ ২৯৭ রান তাড়া করে জয়ের কীর্তি গড়তে হবে।
প্রথম ম্যাচ জিতে তিন টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সফরকারী ইংল্যান্ড।
আরও পড়ুন: