শুক্রবার

৪ এপ্রিল, ২০২৫
২১ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

বেঙ্গালুরু টেস্ট: ভারতের বিপক্ষে এগিয়ে নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৪ ২২:১৯

আপডেট: ১৭ অক্টোবর, ২০২৪ ২২:২১

শেয়ার

বেঙ্গালুরু টেস্ট: ভারতের বিপক্ষে এগিয়ে নিউজিল্যান্ড
দিনশেষে ১৩৪ রানের লিড নিয়েছে নিউজিল্যান্ড। ছবি: সংগৃহীত

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ৪৬ রানে অলআউট হয়ে লজ্জায় ডুবেছে ভারত। ম্যাট হেনরি এবং উইল ও’রুর্কির বিধ্বংসী পেস আক্রমণে ভারতীয় ব্যাটিং লাইনআপ পুরোপুরি ভেঙে পড়ে। হেনরি পাঁচ উইকেট এবং ও’রুর্কি চার উইকেট নিয়ে ভারতের প্রথম ইনিংস ধসিয়ে দেন।

ভারতীয় ব্যাটারদের মধ্যে রিষাভ পান্ত ২০ এবং যশস্বী জয়সওয়াল ১৩ রান করতে পেরেছেন। স্বাগতিকদের পাঁচ ব্যাটার বিরাট কোহলি, কেএল রাহুল, সরফরাজ খাঁন, রবিন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন শূন্য রানে আউট হন।

ভারতের এমন ব্যাটিং বিপর্যয়ের পর ধারণা করা হয়েছিল নিউজিল্যান্ডও কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবে। তবে কিউই ব্যাটাররা নিজেদের দায়িত্ব ভালোভাবেই পালন করেন। ওপেনার ডেভন কনওয়ে ৯১ রানের দারুণ ইনিংস খেলে নিউজিল্যান্ডকে শক্ত অবস্থানে নিয়ে যান। তার সঙ্গে ওপেনিং পার্টনার টম ল্যাথাম যোগ করেন ১৫ রান। পরে উইল ইয়ং ৩৩ রানের ইনিংস খেলেন।

ভারতীয় স্পিনাররা কিছুটা চাপ তৈরি করলেও দিনশেষে ১৩৪ রানের লিড নিতে সক্ষম হয় নিউজিল্যান্ড। শেষ বিকেলে কনওয়ে অশ্বিনের বলে আউট হন। তবে, রাচিন রবীন্দ্র ২২ এবং ড্যারিল মিচেল ১৪ রানে অপরাজিত আছেন। ৫০ ওভারে ১৮০ রানে তিন উইকেট হারিয়ে দিনের খেলা শেষ করেছে নিউজিল্যান্ড।

বৃষ্টির কারণে টেস্টের প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়।

banner close
banner close