রবিবার

২৪ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

‘মার্কা অ্যামেরিকা অ্যাওয়ার্ড’ জিতলেন মেসি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৪ ১৪:২৫

আপডেট: ১৮ অক্টোবর, ২০২৪ ১৪:২৭

শেয়ার

‘মার্কা অ্যামেরিকা অ্যাওয়ার্ড’ জিতলেন মেসি
'অ্যামেরিকা লেজেন্ড' পুরষ্কার হাতে মেসি। ছবি: সংগৃহীত

ক্যারিয়ারে সম্ভাব্য প্রায় সব শিরোপাই জিতেছেন লিওনেল মেসি। আর যাই হোক, সাফল্য নিয়ে কোনো অপূর্ণতা থাকার কথা নয়। ৩৭ বছর পেরিয়ে যাওয়া মেসির ক্যারিয়ার নিয়ে এই মুহূর্তের ভাবনা কী? তাকে এমন প্রশ্নের মুখোমুখি হতে নিয়মিতই।

গতকাল যুক্তরাষ্ট্রের মায়ামির চেজ স্টেডিয়ামেও স্পেনের সংবাদমাধ্যম মার্কার ‘মার্কা অ্যামেরিকা অ্যাওয়ার্ড’ নেয়ার সময় এমন এক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। ফুটবল ইতিহাসে সর্বোচ্চ ৪৬টি ট্রফি জয়ের স্বীকৃতি হিসেবে মেসির হাতে এই পুরস্কার তুলে দেন মার্কার পরিচালক হুয়ান ইগনাচিও গ্যালার্দো ও ইন্টার মায়ামির অন্যতম মালিক হোর্হে মাস। সেখানে মেসির কাছে জানতে চাওয়া হয়, এ মুহূর্তে ক্যারিয়ার নিয়ে তাঁর কাছে কোন বিষয়টি অগ্রাধিকার পাচ্ছে?

মার্কার পুরস্কার হাতে মেসি বলেছেন, ‘২০২৬ বিশ্বকাপে খেলবেন কি খেলবেন না, সে বিষয়ে আগেভাগে সিদ্ধান্ত নিতে চান না, ‘দেখা যাক কী হয়। আমি আগেভাগেই ভাবতে পছন্দ করি না। প্রতিটি দিন উপভোগের চেষ্টা করি। আশা করি এই পর্যায়ে খেলা চালিয়ে যেতে পারব, ভালো অনুভব করব এবং সুখী থাকব। যেটা ভালোবাসি সেটা যখন করার সুযোগ পাই তখন ভালো থাকি। ২০২৬ বিশ্বকাপে খেলার চেয়ে এটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এখনো বিশ্বকাপে খেলার লক্ষ্য স্থির করিনি, কিন্তু প্রতিটি দিন ধরে ধরে ভালো থাকার চেষ্টা করছি।’

মেসির কাছে জানতে চাওয়া হয়েছিল ক্যারিয়ারে জেতা প্রথম শিরোপাটির কথা মনে আছে কি না? মেসি বলেছেন, ‘ছোটবেলায় জেতা প্রথম ট্রফির ছবি দেখেছি। কিন্তু মনে নেই সেভাবে। খুব অল্প বয়স থেকে ফুটবল উপভোগ করি। এটা আমার প্যাশন।’

মায়ামিতে নিজের লক্ষ্য নিয়ে মেসি বলেছেন, ‘অবসর নিতে এখানে আসিনি। শিরোপা জয়ের মাধ্যমে এই দলটিকে বড় করে তুলতে আমরা এখানে এসেছি, যেটা আমরা করেছি এবং আরও শিরোপার কাছাকাছি আছি।’