রবিবার

২৪ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

সাড়ে ৩ বছর আর ১১ টেস্ট পর ঘরের মাঠে জয় পেল পাকিস্তান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৪ ১৮:০১

শেয়ার

সাড়ে ৩ বছর আর ১১ টেস্ট পর ঘরের মাঠে জয় পেল পাকিস্তান
ইংল্যান্ডের বিপক্ষে জিতে সমতায় পাকিস্তান। ছবি: আইসিসি

অবশেষে ঘরের মাঠে টেস্টে জয়ের স্বাদ পেল পাকিস্তান। ইংল্যান্ডকে ১৫২ রানে হারিয়ে সাড়ে তিন বছর এবং ১১ টেস্ট পর এই জয়ের দেখা পেল তারা। মুলতানের এই টেস্ট পাকিস্তানের জন্য সিরিজ বাঁচানোর লড়াই। নোমান আলীর স্পিনে এই লড়াইয়ে জিতে গেল পাকিস্তান।

পাকিস্তান দেশের মাটিতে সর্বশেষ টেস্ট জিতেছিল ২০২১ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এরপর টানা ১১ টেস্টে জয় দেখেননি শান মাসুদ–বাবর আজমরা। তিন বছর আট মাসের অপেক্ষা শেষের সম্ভাবনা গতকাল মুলতানে তৃতীয় দিনের খেলা শেষ করে পাকিস্তান।

এই টেস্টে পাকিস্তান জয়ের সুবাস পাচ্ছিল তৃতীয় দিনেই। ইংল্যান্ডের সামনে লক্ষ্য ছিল ২৯৭ রানের। এশিয়ার মাটিতে চতুর্থ ইনিংসে ২০৯ রানের বেশি কখনও তাড়া করতে পারেনি ইংলিশরা। এবারও পারলো না।

চতুর্থ ইনিংসে ২৯৭ রানের লক্ষ্যে ব্যাট করা ইংল্যান্ডকে ১৪৪ রানে থামিয়েছে পাকিস্তান। আজ দিনের দ্বিতীয় ওভারেই ওলি পোপকে ফিরিয়ে সেই জয়ের পথে এগিয়ে দেয়ার কাজটি শুরু করেন সাজিদ খান। এরপর বাকি কাজটা একাই সারেন নোমান।

২ উইকেটে ৩৬ রান নিয়ে খেলতে নামা ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ৩৩.৩ ওভারে গুটিয়ে গেছে ১৪৪ রানেই। অধিনায়ক বেন স্টোকস আর আট নম্বর ব্যাটার ব্রাইডন কার্সই যা একটু লড়াই করেছেন। স্টোকস ৩৭ আর কার্স করেন ২৭ রান।

পাকিস্তানের দুই স্পিনারই দ্বিতীয় ইনিংসে বল করেছেন কেবল। নোমান আলি ৪৬ রানে ৮টি আর সাজিদ খান ৯৩ রানে শিকার করেন ২টি উইকেট।

প্রথম ইনিংসে কামরান গুলামের অভিষেক সেঞ্চুরিতে ৩৬৬ রান করেছিল পাকিস্তান। জবাবে বেন ডাকেট সেঞ্চুরিতে ভর করে ২৯১ রানে থামে ইংল্যান্ড। পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ২২১ রানে।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান: ৩৬৬ ও ২২১ (সালমান ৬৩, শাকিল ৩১; বশির ৪/৬৬, লিচ ৩/৬৭, কার্স ২/২৯)।

ইংল্যান্ড: ২৯১ ও ১৪৪ (স্টোকস ৩৬, কার্স ২৭; নোমান ৮/৪৬, সাজিদ ২/৯৩)।

ফল: পাকিস্তান ১৫২ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: সাজিদ খান।

সিরিজ: তিন টেস্ট সিরিজের দ্বিতীয়টি শেষে ১–১ সমতা