রবিবার

২৪ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

রোনালদোর শেষ মুহূর্তে গোলে আল নাসরের নাটকীয় জয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৪ ১১:২৯

শেয়ার

রোনালদোর শেষ মুহূর্তে গোলে আল নাসরের নাটকীয় জয়
ছবি: সংগৃহীত

সৌদি প্রো লিগে সকলে যখন মনে করছিল পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়তে হবে আল শাবাব ও আল নাসর, তখনই স্পটকিক থেকে গোল করে শেষ মুহূর্তে আল নাসরকে পূর্ণ পয়েন্ট পাইয়ে দিয়ে মাঠ ছাড়েন ক্রিশ্চিয়ানো রোনালদো। অথচ ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল আল নাসরই। তবে শেষ মিনিটে নিজেদের ভুলে গোল হজম করে তারা। 

রোনালদোর গোলে যখন জয়ের স্বপ্নে বিভোর নাসর সমর্থকরা, তখনই ঘটে আরেক বিপত্তি। অতিরিক্ত সময় শেষের আগে আরেকবার পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এবার পেনাল্টি পায় আল শাবাব। তবে আবদেররাজ্জাক হামদাল্লাহ সেই পেনাল্টি মিস করলে জয় নিয়ে মাঠ ছাড়ে নাসর। 

শুক্রবার রাতে সৌদি প্রো লিগের ম্যাচে আল শাবাবের বিপক্ষে ২-১ গোলে জিতেছে আল নাসর। এই জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠেছে নাসর। ৭ ম্যাচে ৫ জয় ও ২ ড্রয়ে দলটির পয়েন্ট ১৭। ৭ ম্যাচের সবগুলো জিতে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আল হিলাল।

নাটকীয় ম্যাচে ৬৯তম মিনিটে গোল করে নাসরকে এগিয়ে দেন আইমেরিক লাপোর্ত। সেই গোলেই ৯০ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল নাসর। তবে শেষ মিনিটে আলী আলহাসান আত্মঘাতী গোল করলে ম্যাচে ফেরে আল শাবাব। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ের ৭ম মিনিটে সফল স্পটকিক থেকে গোল করে দলের লিড ২-১ করেন রোনালদো। 

১ হাজার গোলকে পাখির চোখ করা রোনালদোর পেনাল্টি থেকে করা গোলটি তার ক্যারিয়ারের ৯০৭তম গোল। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে এক হাজার গোলের মাইলফলক ছুঁতে এগিয়ে চলছেন তিনি। আল নাসরের হয়ে এটি রোনালদোর ৫৫তম গোল। দলটির হয়ে ১৫টি অ্যাসিস্টও করেছেন কিংবদন্তি এই ফুটবলার। 

জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যাচের একাধিক ছবি পোস্ট করে বার্তা দিয়েছেন রোনালদো। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমরা কখনো হাল ছাড়ি না।’