সাউদাম্পটন, ক্রিস্টাল প্যালেস, অ্যাস্টন ভিলা। সর্বশেষ তিন ম্যাচে জয়ের দেখা পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড। তবে শুধু জয়হীন ছিলোনা সাদামাটা এক মৌসুম পার করতে থাকা ইউনাইটেড এই তিন ম্যাচে একবারও পায়নি গোলের দেখাও।
শনিবার ব্রেনফোর্ডের বিপক্ষে আরও একটি বিবর্ণ ম্যাচের দিকে এগোচ্ছিল ইউনাইটেড। তবে দ্বিতীয়ার্ধের দর্দান্ত ফুটবলে ঘুরে দাঁড়িয়ে স্বস্তির এক জয় তুলে নেয় এরিক টেন হেগের দল।
ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ২-১ গোলে জিতেছে রেড ডেভিলরা। ঘরের ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে পড়ে স্বাগতিকেরা।দ্বিতীয়ার্ধের শুরুতে আলেহান্দ্রো গার্নাচোর গোলে ইউনাইটেড সমতায় ফেরার পর ব্যবধান গড়ে দেন রাসমুস হয়লুন।
চাপে থেকে মাঠে নামা ইউনাইটেড এদিন প্রথমার্ধে সেভাবে আক্রমণে সাবলীল ছিলোনা। ভালো কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি তারা। ব্রেন্টফোর্ড গোলরক্ষক মার্ক ফ্লেকেনের ভুলের পরও গোল পায়নি দলটি। লিসান্দ্রো মার্তিনেজের হেড তার হাত ফসকে গিয়েছিলো।
এরপর অবশ্য হইলুন্দের চেষ্টা লাইন থেকে ফিরিয়ে দেন ফ্লেকেন। উল্টো বিরতির আগে গোল হজম করে। ডিফেন্ডার মাটাইস ডি লিখটের চোটের সুযোগে প্রথমার্ধের যোগ করা সময়ে ইথান পিনকের গোলে ব্রেন্টফোর্ড এগিয়ে যাওয়ার পর ইউনাইটেডের দুঃসময় আরেকটু লম্বা হওয়ার আশঙ্কাই তৈরি হয়েছিলো।
তবে দ্বিতীয়ার্ধে দেখা গেলো ভিন্ন এক ইউনাইটেডকে। খেলা শুরুর ৯০ সেকেন্ডের মধ্যে দলকে সমতায় ফেরান গার্নাচো। মার্কাস র্যাশফোর্ডের ক্রস নিয়ন্ত্রণে নিয়ে ছয় গজ বক্সের বাঁ দিক থেকে কোনাকুনি শটে গোলটি করেন ২০ বছর বয়সী ফরোয়ার্ড। ৪৭ মিনিটে তার গোলেই প্রিমিয়ার লিগে ৩০০ মিনিটের গোল খরা কাটায় ইউনাইটেড। ১৫ মিনিট পরে ইউনাইটেডের দ্বিতীয় গোলটি করেন হইলুন্দ।
আরও পড়ুন: