শুক্রবার

১১ এপ্রিল, ২০২৫
২৭ চৈত্র, ১৪৩১
১৩ শাওয়াল, ১৪৪৬

মিরপুরে সাকিবের খেলতে না পারা নিয়ে কথা বললেন শান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৪ ১৪:৪০

শেয়ার

মিরপুরে সাকিবের খেলতে না পারা নিয়ে কথা বললেন শান্ত
মিরপুরে সংবাদ সম্মেলনে শান্ত। ছবি: সংগৃহীত

হোম অব ক্রিকেট মিরপুরে নিজের শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন সাকিব আল হাসান। তাকে স্কোয়াডেও রেখেছিল বিসিবি। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সরকারের পক্ষ থেকে সাকিবকে দেশে আসতে মানা করা হয়। তার শেষ টেস্ট খেলতে না পারার ঘটনাকে দুর্ভাগ্যজনক বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সাকিব দেশে ফিরে শেষ টেস্ট খেলতে পারবেন কি না তা নিয়ে তৈরি হয় সংশয়। পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি সাকিবকে অবস্থান পরিষ্কার করতে বলেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। জনগণ সাকিবের বিরুদ্ধে বিক্ষোভ করলে তার কিছু করার নেই বলেও জানিয়েছিলেন তিনি। পরে অবশ্য সুর নরম করে সাকিবের দেশে ফেরা ও দেশ ছাড়ায় বাধা না থাকার কথা বলেছিলেন।

সেভাবেই সাকিবকে দলে রেখে স্কোয়াড দিয়েছিল বিসিবি। শেষ টেস্ট খেলার জন্য অ্যামেরিকা থেকে দেশের উদ্দেশ্যে রওনা হন সাকিব। কিন্তু দুবাই আসার পর তাকে সরকারের পক্ষ থেকে দেশের ফ্লাইটে উঠতে বারণ করা হয়।

একই সময়ে দেশে একদল লোক সাকিববিরোধী বিক্ষোভ করে মিরপুর স্টেডিয়ামের সামনে। সাকিব সমর্থকরাও পাল্টা কর্মসূচিতে সাকিবকে দেশে ফিরতে দেওয়ার দাবি তোলে। এমন পরিস্থিতিতে দুবাই থেকে যুক্তরাষ্ট্র ফিরে যান সাকিব। মিরপুরে আপাতত আর বিদায় নেওয়া হচ্ছে না দেশের এই তারকা ক্রিকেটারের।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের নামার আগে আজ রবিবার সংবাদ সম্মেলনে সাকিব ইস্যুতে কথা বলেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। শান্ত বলেন, 'কীভাবে দেখছি আসলে...যেটা বললাম দুর্ভাগ্যজনক। যেটা হওয়া উচিত ছিলো। আমরা সবাই জানি কেন হয়নি। এটা নিয়ে টেস্ট ম্যাচের আগের দিন কথা এগোতে চাই না।'

banner close
banner close