রবিবার

২৪ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

মিরপুরে সাকিব ভক্তদের উপর হামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৪ ২০:০৭

শেয়ার

মিরপুরে সাকিব ভক্তদের উপর হামলা
সাকিব ভক্তদের উপর হামলা। ছবি: সংগৃহীত

সাকিব আল হাসানকে দেশে ফিরে বিদায়ী টেস্ট খেলার সুযোগ দেয়ার দাবিতে আন্দোলনরতদের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামের সামনে আন্দোলনরত সাকিব ভক্তদের সাথে এ ঘটনা ঘটে। এসময় স্টেডিয়ামে চলছিল দক্ষিণ আফ্রিকা দলের অনুশীলন।

পূর্ব ঘোষণা অনুযায়ীই দুপুরের পর মিরপুর অভিমুখে রওনা দিয়েছিলেন সাকিব আল হাসানের ভক্তরা। তবে তাঁদের শের-ই বাংলা স্টেডিয়ামের মূল ফটকে যাওয়ার পথে বাধা দেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। উপায় না পেয়ে এক নম্বর গেইটের দিকে আন্দোলন অব্যাহত রাখেন সাকিবের ভক্তরা অর্থাৎ ‘সাকিবিয়ানরা’।

তাদের আন্দোলনের বিষয়বস্তু ছিল, সাকিবকে দেশে বিদায়ী টেস্ট খেলার সুযোগ করে দেয়া।

তারা স্লোগান দিতে থাকেন, ‘তুমি কে, আমি কে, সাকিবিয়ান, সাকিবিয়ান।’ ‘কানপুর না মিরপুর, মিরপুর, মিরপুর।’ তাঁদের দাবি, সাকিব দেশের হয়ে অনেক সম্মান বয়ে এনেছেন। তাই তাকে দেশের মাঠ থেকে বিদায় নেয়ার সুযোগ দেয়া হোক।

অবস্থান কর্মসূচি চলার এক পর্যায়ে বাঁশ ও লাঠি নিয়ে কয়েকজন লোক এসে তাদের উপর হামলা চালায়। হামলার পর সাকিব ভক্তরা স্টেডিয়ামের দুই নম্বর মোড়ের দিকে যেতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের প্রতিহত করে বিপরীত দিক দিয়ে ধাওয়া দেন।

সাকিবের নারী ভক্ত মাহফুজা গণমাধ্যমকে বলেন, ‘আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলাম। আমাদের দাবি জানাচ্ছিলাম। অথচ আইনশৃঙ্খলাবাহিনীর উপস্থিতিতে হুট করে কয়েকজন এসে আমাদের উপর হামলা চালায়। তারা হামলাকারীদের প্রতিহত না করে উল্টো আমাদেরকে ধাওয়া দিয়েছেন।’

এই ব্যাপারে জানতে চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ বক্তব্য দিতে রাজী হননি।