বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে গত বছর ১৮ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে বাঁ হাঁটুতে চোট পেয়ে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন নেইমার। সেই নেইমার মাঠে ফিরলেন সোমবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল আইনের বিপক্ষে ম্যাচ দিয়ে।
৩৬৯ দিন পর মাঠে ফিরে অবশ্য নিজেকে মেলে ধরতে পারেননি ব্রাজিলিয়ান এই তারকা।
এসিএল চোটের পাশাপাশি হাঁটুর মিনিসকাসেও আঘাত পেয়েছিলেন নেইমার। অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়া শেষে আল হিলাল কোচ জানিয়েছিলেন সুখবর। অবশেষে সোমবার ৩৬৯ দিন পর মাঠে ফিরলেন নেইমার।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল আইনের মাঠে আল হিলালের হয়ে বদলি হিসেবে মাঠে নামলেন তিনি। আল হিলাল তার ফেরার ম্যাচটা স্মরণীয় করেছে ৫-৪ গোলে জিতে।
৯ গোলের উপভোগ্য ম্যাচে আল হিলালের হয়ে হ্যাটট্রিক করেন সালেম-আল দাসারি। আল আইনের হয়ে হ্যাটট্রিক করেছিলেন সুফিয়ান রাহিমি। ম্যাচ শেষে মাঠেই নেইমার বলেছেন, ‘খুব ভালো লাগছে। আমি খুশি।’
গত বছর পিএসজি ছেড়ে সৌদি ক্লাব আল হিলালে যোগ দেন নেইমার। ক্লাবটির হয়ে মাত্র পাঁচ ম্যাচ খেলার পরই ইনজুরিতে পড়ে মাঠের বাইরে চলে যান তিনি।
আরও পড়ুন: