শুক্রবার

১১ এপ্রিল, ২০২৫
২৭ চৈত্র, ১৪৩১
১৩ শাওয়াল, ১৪৪৬

মিরপুর টেস্ট; মিরাজের ব্যাটিং দৃঢ়তায় লিড পেলো টাইগাররা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৪ ১০:৪২

আপডেট: ২৩ অক্টোবর, ২০২৪ ১৪:১৫

শেয়ার

মিরপুর টেস্ট; মিরাজের ব্যাটিং দৃঢ়তায় লিড পেলো টাইগাররা
ছবি:ক্রিকইনফো

মিরপুর টেষ্টে তৃতীয় দিনে প্রোটিয়া পেসার রাবাদার এক ওভারে মাহমুদুল হাসান ও মুশফিকুর রহিমের উইকেট পতনে চাপে পড়ে বাংলাদেশ। সেই চাপ থেকে রক্ষা করলেন মিরাজ ও জাকের আলী। তাদের  ব্যাটিং দৃঢ়তায় লিড পেলো টাইগাররা।

প্রথম সেশনের শুরুতেই মাহমুদুল হাসানকে আউট করেন রাবাদা। তার এক বল পরই মুশফিককে বোল্ড করে প্যাভিলিয়নে ফেরান দক্ষিণ আফ্রিকার এই পেসার। তার তিন ওভার পরেই মহারাজার বলে ফেরেন লিটন দাসও।

তবে সপ্তম জুটিতে প্রোটিয়া বোলারদের শাষন করেন মিরাজ। তুলে নেন নবম অর্ধশতক। তাকে সঙ্গ দেন জাকের আলী। অভিষেক টেষ্টে অর্ধশতক তুলে রেকর্ড বুকে নাম লেখালেন জাকির আলীও। জাকের আউট হন ৫৮ রানে। 

banner close
banner close