শনিবার

২৩ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

ঝড় তুলে ২০ ওভারে জিম্বাবুয়ে তুললো ৩৪৪

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৪ ২১:১৮

আপডেট: ২৩ অক্টোবর, ২০২৪ ২১:৩০

শেয়ার

ঝড় তুলে ২০ ওভারে জিম্বাবুয়ে তুললো ৩৪৪
জিম্বাবুয়ের হয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন রাজা। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে। গাম্বিয়ার বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৩৪৪ রানের সংগ্রহ করেছে তারা। আর তাতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ডটা নিজেদের করেছে সিকান্দার রাজার দল।

২০ ওভারে ৩০০ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই কীর্তি ছিল একমাত্র নেপালের। গত বছর মঙ্গোলিয়ার বিপক্ষে নেপালের করা ৪ উইকেটে ৩১৪ রান করেছিল তারা।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান উপ-আঞ্চলিক বাছাই পর্বের ম্যাচে গাম্বিয়ার বিপক্ষে জিম্বাবুয়ে ৪ উইকেটে করেছে ৩৪৪ রান!

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার আঞ্চলিক পর্যায়ের বাছাই পর্বের ম্যাচে রেকর্ডটি গড়েছে জিম্বাবুয়ে। গাম্বিয়ার বিপক্ষে রেকর্ড গড়া ম্যাচে ইতিহাস গড়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজাও।

জিম্বাবুয়ের হয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন রাজা। ৩৩ বলে সেঞ্চুরি করে টি-টোয়েন্টিতে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ডেও জায়গা করেছেন।

বিশ্বকাপের আঞ্চলিক বাছাই পর্বের এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে রাজার ৪৩ বলে ১৩৩ রানের অপরাজিত ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৪৪ রান করেছে জিম্বাবুয়ে।

রেকর্ড দলীয় সংগ্রহের দিনে এক ইনিংসে সর্বোচ্চ দলীয় ছয়ের রেকর্ডও ভেঙেছে জিম্বাবুয়ে। নেপালের করা এক ইনিংসে ২৬টি ছয়ের রেকর্ড আজ ভেঙেছে জিম্বাবুয়ে। গাম্বিয়ার বিপক্ষে ৩৪৪ রান করতে জিম্বাবুয়ে ৬ মেরেছে ২৭টি। যেখানে রাজা একাই ১৫ ছয় হাঁকিয়েছেন।

২৬ বলে ৫০ রান করা ব্রায়ান বেনেট ও ১৯ বলে ৬২ রান করা তাদিবানাসে মারুমানির ওপেনিং জুটি ৫ ওভারেই ৯৮ রান এনে দিয়েছিল। শেষ দিকে রাজাকে দুর্দান্ত সঙ্গ দিয়েছেন ১৭ বলে ৫ ছক্কায় ৫৩ রান করা ক্লাইভ মাদানদে।

পঞ্চম উইকেট জুটিতে শেষ ৪০ বলে মাদানদে ও রাজা ১৪১ রান তুলেছেন।