শনিবার

২৩ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

আইপিএলে ধোনির খেলা অনিশ্চত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৪ ১৩:০৭

শেয়ার

আইপিএলে ধোনির খেলা অনিশ্চত
ফাইল ছবি

আইপিএলের আগামী মৌসুমে মহেন্দ্র সিং ধোনির খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আইপিএল কর্তৃপক্ষের কাছে ৩১ অক্টোবরের মধ্যে রিটেনশন তালিকা জমা দিতে হবে। কিন্তু বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক আগামী মৌসুমে আইপিএল খেলবেন কি না, সে বিষয়ে এখনও চূড়ান্ত কিছুই জানাননি।

চেন্নাই সুপার কিংসে মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়ে প্রতিদিনই আসছে নিত্যনতুন সব খবর। বয়স ৪৩ হয়ে গেছে, ইনজুরিও সম্প্রতি বেশ ভোগাচ্ছে। তারপরও ভারতের ইতিহাস সেরা অধিনায়ককে দলে চায় সিএসকে।

আগামী ৩১ অক্টোবরের মধ্যে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে জমা দিতে হবে প্লেয়ার রিটেনশন লিস্ট। সেই তালিকা করতেই আপাতত ব্যস্ত দলের নীতি নির্ধারকরা। অনেকে চূড়ান্ত করে ফেললেও দুয়েকটি দল এখনও দ্বিধায়। চেন্নাই সুপার কিংসও ধোনিকে নিয়ে আছে দোটানায়।
 
আইপিএলের শুরু থেকে চেন্নাইয়ের ঘরের ছেলে ধোনি। ফ্র্যাঞ্চাইজিকে জিতিয়েছেন ৫টি আইপিএল ও দুটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। আগামী মৌসুমে বিখ্যাত হলুদ জার্সিতে শেষবারের মতো খেলবেন মাহি, এমনটাই ধারণা করা হচ্ছিল। কিন্তু সেটা নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
 
ধোনির জন্য সিএসকে চূড়ান্ত করছে পারছে না তাদের রিটেনশন লিস্ট। ফ্র্যাঞ্চাইজির প্রধান নির্বাহী কাশী বিশ্বনাথন জানান, তারা এখনও ধোনির সিদ্ধান্তের অপেক্ষায় আছেন।

বিশ্বনাথন বলেন, ‘আমরা চাই ধোনি চেন্নাইয়ের হয়ে খেলুক। কিন্তু সে এখনও কিছু নিশ্চিত করেনি। ধোনি আমাদের বলেছে, ৩১ অক্টোবরের আগেই আমাদের সে তার সিদ্ধান্ত জানাবে। আমরাও চাই সে চেন্নাই সুপার কিংসের হয়ে আগামী মৌসুমে খেলুক। তবে এই মুহূর্তে আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই।’

অনেকেই ধারণা করেন যে, ব্র্যান্ড ভ্যালুর কথা মাথায় রেখে আগামী মৌসুমেও ধোনিকে আইপিএলে দেখতে চায় কর্তৃপক্ষ। যার কারণে আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া মেগা অকশনের কিছু নিয়মেও পরিবর্তন এনেছে গভর্নিং কাউন্সিল। আনক্যাপড ক্যাটাগরিতে মাত্র ৪ কোটি রুপিতেই ধোনিকে রিটেইন করতে পারবে চেন্নাই।