শুক্রবার

১১ এপ্রিল, ২০২৫
২৭ চৈত্র, ১৪৩১
১৩ শাওয়াল, ১৪৪৬

বাফুফে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৪ ০৯:০৮

শেয়ার

বাফুফে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ
প্রতীকী ছবি

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন আজ। ২১টি পদের জন্য নির্বাচনি লড়াইয়ে নামছেন ৪৬ জন। দীর্ঘ ১৬ বছর বাফুফে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা সাবেক তারকা ফুটবলার কাজী সালাউদ্দিন এবারের নির্বাচনে নেই।

নতুন সভাপতি হওয়ার লড়াইয়ে আছেন তাবিথ আউয়াল এবং এ এফ এম মিজানুর রহমান চৌধুরী। সিনিয়র সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ইমরুল হাসান। এ পদে মনোনয়নপত্র কিনে জমা দিলেও পরবর্তীতে তা প্রত্যাহার করেছেন তরফদার মো. রুহুল আমিন।

চার মেয়াদে দীর্ঘ ১৬ বছর বাফুফে সভাপতির দায়িত্ব পালন করেছেন কাজী সালাউদ্দিন। এ সময়ে তার কাজ নিয়ে অনেক আলোচনা-সমালোচনাই হয়েছে। সাবেক তারকা এ ফুটবলার এরই মধ্যে বাফুফে থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন।

বাফুফেতে এবার আসছে নতুন নেতৃত্ব। সভাপতি পদে প্রার্থী হওয়া দুজনই নতুন। তাবিথ আউয়াল এর আগে সহ-সভাপতি হিসেবে বাফুফেতে দায়িত্ব পালন করেছেন। তিনি বিভিন্ন কমিটিতে কাজ করে নানা পরিবর্তন নিয়ে এসেছেন। সাবেক ফুটবলার হিসেবেও তার পরিচিতি আছে।

অন্যদিকে মিজানুর রহমান একজন কোচ হিসেবে কাজ করেছেন। তবে তাকে ফুটবলে খুব কম লোকই চেনে। সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিয়েই আলোচনায় আসেন তিনি।

আজ রাজধানীর একটি পাঁচতারা হোটেলে বাফুফে নির্বাচন অনুষ্ঠিত হবে। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট দেয়া যাবে। আজই ফলাফল ঘোষণা করার কথা রয়েছে।

 

banner close
banner close