শুক্রবার

১১ এপ্রিল, ২০২৫
২৭ চৈত্র, ১৪৩১
১৩ শাওয়াল, ১৪৪৬

টানা দুই হ্যাটট্রিকের পর গোলহীন মেসি, জিতলো মায়ামি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৪ ১০:৫৯

শেয়ার

টানা দুই হ্যাটট্রিকের পর গোলহীন মেসি, জিতলো মায়ামি
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

ইন্টার মায়ামির হয়ে সর্বশেষ দুই ম্যাচেই হ্যাটট্রিক করেছিলেন লিওনেল মেসি। তবে মেজর লিগ সকারের (এমএলএস) প্রথম প্লে-অফে জালের দেখা পাননি তিনি। অধিনায়ক গোল না পেলেও জিতেছে তার দল।

শনিবার আটলান্টা ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। দলটির হয়ে গোল করেছেন লুইস সুয়ারেজ ও জর্দি আলবা। এই জয়ে তিন ম্যাচের প্লে-অফ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইন্টার মায়ামি।

চেজ স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই গোলের দেখা পায় মায়ামি। দুই মিনিটের মাথায় প্রতিপক্ষের ভুলে বল পেয়ে বক্সের ভেতর থেকে গোল করেন লুইস সুয়ারেজ। কিছুক্ষণ পরই ব্যবধান দিগুণ হতে পারতো। ৭ মিনিটে বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত শট আটলান্টা গোলরক্ষক ব্রাড গুজান ঠেকিয়ে দেন।

ম্যাচে খুব একটা আধিপত্য না থাকলেও প্রথমার্ধেই গোল শোধ করে আটলান্টা। ৩৯ তম মিনিটে গোল করে স্বস্তি নিয়ে বিরতিতে যায় আটলান্টা।

বিরতির পর গোলের খোঁজে একের পর এক আক্রমণ চালিয়ে যায় মায়ামি। ৫২ মিনিটে ফ্রি-কিক থেকে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন মেসি। ৫৬ মিনিটে মেসির তৈরি করে দেওয়া দারুণ এক আক্রমণ থেকে গোল করতে ব্যর্থ হন ডিয়েগো গোমেজ। তবে ৬০ মিনিটে মেসি-জর্দি আলবা যুগলবন্দীতে মায়ামি পেয়ে যায় কাঙ্ক্ষিত গোল।

banner close
banner close