শনিবার

২৩ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

শেষ ৩০ মিনিট সম্পূর্ণ ভুলে যেতে চান আনচেলত্তি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৪ ১৪:৫২

আপডেট: ২৭ অক্টোবর, ২০২৪ ১৪:৫৫

শেয়ার

শেষ ৩০ মিনিট সম্পূর্ণ ভুলে যেতে চান আনচেলত্তি
কার্লো আনচেলত্তি। ছবি: সংগৃহীত

স্যান্টিয়াগো বার্নাব্যুতে খেলা শুরুর পর থেকে প্রায় ৭৮ হাজার রিয়াল মাদ্রিদ সমর্থকের যে বিশাল গর্জনে বুক কেঁপে কেঁপে উঠছিল বার্সেলোনার তরুণ খেলোয়াড়দের, দ্বিতীয়ার্ধের কিছুক্ষণ পর থেকে সেই উল্লাস কোথায় যেনো মিলিয়ে গেলো, আর এক কোনায় থাকা মাত্র ৪০০ ব্লাউগ্রানা সমর্থকের চিৎকারে ছাপিয়ে গেলো গোটা গ্যালারির স্তব্ধতা।

বার্সেলোনাকে আরও একবার হারিয়ে, কিংবা অন্তত হার এড়িয়ে বার্সারই টানা জয়ের রেকর্ড ভাঙার যে স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিলেন ভিনিসিয়াস-এমবাপ্পে-বেলিংহামরা, ম্যাচ শেষ হওয়ার আগেই সেই স্বপ্ন ভেঙে খানখান হয়ে গেল।

স্যান্টিয়াগো বার্নাব্যুতে লা লিগায় মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়ালের মাঠেই বর্তমান চ্যাম্পিয়নদের ৪-০ গোলে বিধ্বস্ত করেছে হান্সি ফ্লিকের ছোঁয়ায় বদলে যাওয়া বার্সেলোনা। ২০২২ সালের ২০ মার্চের পর ঘরের মাঠে এটিই রিয়ালের সবচেয়ে বড় হার।

ওই ম্যাচটিও তারা হেরেছিল বার্সেলোনার কাছেই, একই ব্যবধানে। বিরতির পর ৫৪ থেকে ৮৪ মিনিট যেনো রিয়ালের কাছে এক দুঃস্বপ্ন। আর এই দুই দুঃস্বপ্নের ৩০ মিনিট ভুলে যেতে চান রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।

মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে ঘরের মাঠে সমর্থকদের সামনে এমন হারে হতাশ আনচেলত্তি। এ নিয়ে আনচেলত্তি বলেন, ‘আমরা হেরেছি, এটা কঠিন মুহূর্ত। কিন্তু আমি সমর্থকদের ধন্যবাদ দিবো   এভাবে সমর্থন দেয়ার জন্য। আমাদের সব কিছু ছুঁড়ে ফেলার দরকার নেই, ছুঁড়ে ফেলার মতন তেমন কিছু হয়নি।’