সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানের বিপক্ষে প্রথমার্ধে বড় ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। প্রতিপক্ষের জালে গোলবন্যা বইয়ে দিয়েছেন সাবিনা খাতুন-তহুরা খাতুনরা।
রোববার দুপুরে নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে ৫-১ গোলে এগিয়ে বিরতিতে গেছে বাংলাদেশের মেয়েরা। লাল-সবুজের হয়ে তহুরা খাতুন ও সাবিনা খাতুন দুটি করে গোল করেন। অন্য গোলটি ঋতুপর্না চাকমার পা থেকে এসেছে।
এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্নক খেলতে থাকে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচের সপ্তম মিনিটেই লিড নেয় বাংলাদেশ। ডি বক্সের বাইরে থেকে জোড়ালো শটে গোল করেন ঋতুপর্ণা চাকমা।
ম্যাচের ১৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তহুরা। চমৎকার ড্রিবলিংয়ে বল দখলে নেন তহুরা। এরপর ডি বক্সের বাইরে থেকে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন তিনি।
এরপর স্কোরশিটে নাম লেখান অধিনায়ক সাবিনা। ম্যাচের ২৬তম মিনিটে লাল-সবুজদের হয়ে তৃতীয় গোলটি করেন তিনি।
এর ১০ মিনিট পর দলের এক হালি ও নিজের দ্বিতীয় গোলের দেখা পান তহুরা। ডি-বক্সের বাইরে থেকে লক্ষ্যভেদ করেন তিনি।
ম্যাচের ৩৭তম মিনিটে দলের পঞ্চম ও নিজের দ্বিতীয় গোলটি করেন অধিনায়ক সাবিনা। মাঝমাঠ থেকে বল টেনে গোলরক্ষককে কাঁটিয়ে গোল করেন তিনি।
ম্যাচের ৪১তম মিনিটে লাজোমের নৈপুণ্যে এক গোল পরিশোধ করে ভুটান। এরপর প্রথমার্ধের ইনজুরি টাইমে আরো বেশকটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ। শেষমেশ ৫-১ গোলে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
আরও পড়ুন: