শনিবার

২৩ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

আর্সেনাল-লিভারপুল ম্যাচ ড্র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৪ ০৯:৫১

শেয়ার

আর্সেনাল-লিভারপুল ম্যাচ ড্র
ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয় আর্সেনাল ও লিভারপুল। এমিরেটসে অনুষ্ঠিত ম্যাচটিতে ছিল লিভারপুলে জন্য পয়েন্ট তালিকার শীর্ষে ফেরার। আর্সেনালের জন্য তিনে ওঠার।

কিন্তু রোববার (২৭ অক্টোবর) রাতের ম্যাচটিতে জেতেনি দুই দলের কেউ। ২-২ গোলে ড্র হয়েছে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি। তাতে ম্যানচেস্টার সিটিকে টপকে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার সুযোগ হারিয়েছে লিভারপুল। 

তবে আর্নে স্লটের দল নিশ্চিত করেই পয়েন্ট তালিকায় অবস্থান নিয়ে বেশি ভাবছেন না। এমিরেটসে প্রবল প্রতিপক্ষের বিপক্ষে দুবার পিছিয়ে পড়ারও পর যে তার দল ১টি পয়েন্ট নিয়ে মার্সিসাইডে ফিরতে পারছে, সেটিরও গুরুত্বও কম কিসে।

এই ম্যাচ শেষে ৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে লিভারপুল। সমান ম্যাচে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে টানা চারবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ১৮ পয়েন্ট নিয়ে তিনে আর্সেনাল।

এরিক টেন হাগের ওপর চাপ বাড়ল আরেকটু। তাঁর দল ম্যানচেস্টার ইউনাইটেড রোববার ওয়েস্ট হামের কাছে হেরে গেছে ২–১ গোলে। নবম ম্যাচে চতুর্থ হারে ১৪ নম্বরে নেমে গেছে ইউনাইটেড। একই সময়ে অনুষ্ঠিত আরেক ম্যাচে চেলসি ২–১ গোলে হারিয়েছে নিউক্যাসলকে। এ দিন হেরেছে টটেনহামও। ঘরের মাঠে স্পারদের ১–০ গোলে হারিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছে ক্রিস্টাল প্যালেস।