আসন্ন বিপিএলকে সামনে রেখে পাকিস্তানের সাবেক কোচ মিকি আর্থারকে প্রধান কোচ হিসাবে নিয়োগ দিয়েছে রংপুর রাইডার্স। এই নিয়ে দ্বিতীয় বার বিপিএলের কোচ হচ্ছেন আর্থার। এর আগে ২০১৫ সালে ঢাকা ডায়নামাইটসের প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি।
শুক্রবার রাতে রংপুর রাইডার্সের অফিসিয়াল ফেসবুকে পেইজে আর্থারকে নিয়োগ দেওয়ার বিষয়টি জানান তারা।
কোচের ছবি দিয়ে ক্যাপশনে তারা লিখেছে, 'রংপুর রাইডার্সে স্বাগতম প্রধান কোচ মিকি আর্থার! এমন বিশ্বমানের কোচের হাত ধরে নতুন ইতিহাস গড়তে প্রস্তুত রংপুর রাইডার্স!'
কোচ হিসাবে বড় বড় দলের দায়িত্ব পালন করেছেন মিকি আর্থার। তার সমৃদ্ধ কোচিং ক্যারিয়ারে আছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কার মত দলের নাম। প্রধান কোচ থাকা কালীন পাকিস্তানকে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিটাও জেতান তিনি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও পাকিস্তানের দায়িত্বে ছিলেন তিনি।
এবারের বিপিএলে হাই প্রফাইল কোচ ছাড়াও বড় বড় তারকা দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স। গতবারের সেমিফাইনাল খেলা দলটায় এবার আছেন, অ্যালেক্স হেলস, সৌম্য সরকার, নাহিদ রানা, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান, মাহেদী হাসান, খুশদিল শাহ, তৌফিক খান তুষার, কামরুল ইসলাম রাব্বি, ইরফান শুক্কুর, রেজাউর রহমান রাজা, কার্টিস ক্যাম্ফার, আকিভ জাভেদ, রকিবুল হাসান জুনিয়র, সাইফ হাসান, ইফতিখার আহমেদ।
আরও পড়ুন: