দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজ শেষে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাত যাবে বাংলাদেশ দল। এই সিরিজে সাকিব আল হাসান খেলবেন কি না তা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
তবে সাকিবের খেলা নিয়ে এবার স্পষ্ট বার্তা দিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার টেস্ট ম্যাচ চলাকালীন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে, আফগানিস্তানের বিপক্ষে সাকিবের খেলার সম্ভবনা দেখেন না বলে মন্তব্য করেন তিনি।
বিসিবি প্রধান বলেন, 'সাকিব যখন চেষ্টা করছিল দেশে আসার, আসতে পারছিল না। তখন আমি কথা বলেছি তার সাথে ২-১ বার। প্র্যাকটিসেও খুব একটা নাই ও। আমার মনে হয় ওর একটু সময় দরকার। আবার দলে যোগ দেওয়ার আগে। এখনও সিদ্ধান্ত হয়ে যায়নি। তবে আমার মনে হচ্ছে পরের সিরিজ খেলার সম্ভাবনা কম। বলছি না খেলবে না, তবে না খেলার সম্ভাবনাই বেশি।'
আফগানিস্তান সিরিজ না খেললে এই সময়ে সাকিব ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পারেন উল্লেখ করে ফারুক আহমেদ বলেন, 'তার মানসিক অবস্থা, আবার একটা টি-টেন লিগও আছে; এখনও পারমিশন দেইনি, এনওসি দিলে খেলে ফেলবে। সাকিব এখনও ৫০ ওভারের ক্রিকেট ভালো করে খেলতে পারবে আমি বিশ্বাস করি। সামনে খুব গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন্স ট্রফি আছে। মনে হচ্ছে এই ট্যুর সে মিস করবে।'
আগামী ৬ নভেম্বর শারজায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে। একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ৯ ও ১১ নভেম্বর।
আরও পড়ুন: