২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তানে। কিন্তু ভারত এখন পর্যন্ত যাওয়ার ব্যাপারে সবুজ সংকেত দেয়নি। এ কারণে পাকিস্তানে টুর্নামেন্ট হবে কিনা সংশয় রয়েছে। তবে ভারতের পাকিস্তান সফরের অনীহা দূর করতে এগিয়ে এলেন ওয়াসিম আকরাম। পাকিস্তানের সাবেক অধিনায়কের বিশ্বাস, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত পাকিস্তানে গেলে তাদের ভালোভাবে খাতিরযত্ন করা হবে এবং সেটা হবে ক্রিকেটের জন্য দারুণ কিছু।
আগামী ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে চায় পাকিস্তান। এমনকি ভারতীয় সীমান্তের কাছে লাহোরে ভারতের সবগুলো ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছে তারা।
পিসিবি আরও জানিয়েছে, দলকে সমর্থন জানাতে ১৭ হাজার ভারতীয় ভিসার অনুমোদন দেয়া হবে। লাহোরে হবে ফাইনাল, আর ভারত সেমিফাইনালে উঠলে সেই ম্যাচও।
আকরাম বললেন, ‘আজকালকের যুগে মানুষে মানুষে যোগাযোগ করা খুব গুরুত্বপূর্ণ। সোশাল মিডিয়ার যুগে সারা বিশ্বে অনেক বেশি নেতিবাচকতা, আমার মতে সেটাও অযাচিত নেতিবাচকতা। ভারত যদি আসে, তাহলে সেটা ক্রিকেটের জন্য দারুণ ব্যাপার, এমনকি পাকিস্তানের জন্যও।’
২০০৮ সালের পর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ম্যাচ খেলেনি ভারত। আগামী বছরের টুর্নামেন্টও সরে গেলে বিকল্প ভেন্যু হিসেবে ভেবে রাখা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতকে।
আরও পড়ুন: