শনিবার

২৩ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

নেইমার-এনদ্রিক ছাড়া ব্রাজিলের বিশ্বকাপ বাছাই স্কোয়াড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৪ ১২:৪০

শেয়ার

নেইমার-এনদ্রিক ছাড়া ব্রাজিলের বিশ্বকাপ বাছাই স্কোয়াড ঘোষণা
কোলাজ: বাংলা এডিশন

এ বছর ব্রাজিলের জার্সিতে আর খেলা হচ্ছে না নেইমারের। চোট থেকে ফিরলেও তিনি জাতীয় দলের স্কোয়াডে জায়গা পাননি, যা বিশ্বকাপ বাছাইয়ের জন্য ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ নভেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে ও ২০ নভেম্বর উরুগুর বিরুদ্ধে ম্যাচ খেলবে ব্রাজিল। নভেম্বরের পর ব্রাজিলের আর কোনো ম্যাচ নেই।

নেইমার জাতীয় দলে ফেরার জন্য প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু কোচ দরিভাল জুনিয়র জানিয়েছে, তিনি দলে না থাকার বিষয়টি সবদিক থেকে পর্যবেক্ষণ করছেন। দরিভাল বলেন, “নেইমারের উন্নতির দিকে আমরা নজর রাখছি। সে পুরোপুরি সুস্থ, তবে মাঠে তার খেলার সময় খুব কম। এই বিষয়টি গুরুত্বপূর্ণ।”

এ ছাড়া, তরুণ স্ট্রাইকার এনদ্রিককেও স্কোয়াডে রাখা হয়নি। তবে দলে নতুন মুখ হিসেবে প্রথমবারের মতো ডাক পেয়েছেন নটিংহাম ফরেস্টের সেন্টার ব্যাক মুরিলো এবং ভিনিসিয়ুস জুনিয়রও দলে ফিরেছেন।

দল আগামী ১১ নভেম্বর বেলেমে অনুশীলন শুরু করবে। ব্রাজিল বর্তমানে দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। শীর্ষে রয়েছে আর্জেন্টিনা, দ্বিতীয় স্থানে কলম্বিয়া এবং তৃতীয় স্থানে উরুগুয়ে।

ব্রাজিলের ২৩ সদস্যের স্কোয়াডে গোলরক্ষক হিসেবে আছেন বেন্তো, এদেরসন ও ওয়েবেরটন। রক্ষণভাগে রয়েছেন দানিলো, ভ্যান্ডারসন, গিলের্মো আরানা, মার্কিনিওস ও মুরিলো, এবং মাঝমাঠে রয়েছেন আন্দ্রে, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা ও অন্যরা। আক্রমণভাগে আছেন ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো ও রাফিনিয়া।