শনিবার

২৩ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

আইপিএলে বিস্ময়কর বেতন বৃদ্ধি: জুরেলের ৬৯০০% ও পাতিরানার ৬৪০০%

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৪ ১২:৫৩

শেয়ার

আইপিএলে বিস্ময়কর বেতন বৃদ্ধি: জুরেলের ৬৯০০% ও পাতিরানার ৬৪০০%
ছবি: সংগৃহীত

আইপিএলের নতুন মৌসুমে রাজস্থান রয়্যালসের উইকেটকিপার ধ্রুব জুরেলের পারিশ্রমিক বেড়ে গেছে ৬৯০০ শতাংশ, যা এবারের আইপিএলে সর্বোচ্চ বেতন বৃদ্ধির নজির।

গত মৌসুমে মাত্র ২০ লাখ রুপি পারিশ্রমিক পাওয়া জুরেল এবার পাচ্ছেন ১৪ কোটি রুপি (প্রায় ২০ কোটি টাকা)। একইভাবে, লঙ্কান পেসার মাতিশা পাতিরানার বেতন বেড়েছে ৬৪০০ শতাংশ, যিনি এবার ১৩ কোটি রুপি পাচ্ছেন।

এ ছাড়া বেঙ্গালুরুর রজত পাতিদারের বেতন বেড়েছে ৫৪০০ শতাংশ, যিনি এখন পাচ্ছেন ১১ কোটি রুপি। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের পেসার মায়াঙ্ক যাদবও সমান ৫৪০০ শতাংশ বেতন বৃদ্ধি পেয়েছে, যার নতুন বেতন ১১ কোটি রুপি। তরুণ ব্যাটসম্যান সাই সুদর্শন এবার ৪১৫০ শতাংশ বেড়ে ৮ কোটি ৫০ লাখ রুপি পাচ্ছেন।

কলকাতার রিংকু সিং, যিনি আগে ৫৫ লাখ রুপি পেতেন, এখন ১৩ কোটি রুপি পাচ্ছেন। এই মৌসুমে আইপিএলে খেলোয়াড় ধরে রাখার শেষ তারিখ ছিল ৩১ অক্টোবর।

১০টি ফ্র্যাঞ্চাইজির মধ্যে মাত্র ২টি ৬ জন খেলোয়াড় রেখেছে, অন্যরা ৪ থেকে ৫ জন খেলোয়াড় ধরে রেখেছে। তরুণ ক্রিকেটারদের জন্য কোটি কোটি রুপি ব্যয় করে তাদের ধরে রাখা হয়েছে, যদিও বেশ কিছু বড় তারকাকে ছেড়ে দিয়েছে দলগুলো।