শনিবার

২৩ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সমতায় ফিরল ইংল্যান্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৪ ১২:৩৭

শেয়ার

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সমতায় ফিরল ইংল্যান্ড
ছবি: সংগৃহীত

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি জয়ের পর দ্বিতীয়টিতেও জয়ের ভিত গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে তাদের জয় রুখে দিয়ে ইংল্যান্ডকে সিরিজে ফিরিয়েছেন লিয়াম লিভিংস্টোন। তার অপরাজিত ১২৪ রানের ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৩২৮ রান ৫ উইকেট ও ১৫ বল হাতে রেখে টপকে যায় সফরকারী ইংল্যান্ড। সিরিজে এখন ১-১ সমতা।

সিরিজে ঘুরে দাঁড়ানোর ম্যাচে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে শুরুতে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। বল হাতে ইংল্যান্ডকে সাফল্য এনে দেন টার্নার। ১২ রানেই দুই ওপেনার ফিরেন সাজঘরে। তবে সেখান থেকে ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক শাই হোপ করেন ১১৭ রান।

অন্যদিকে ৭১ রান আসে কেসি কার্টির ব্যাট থেকে। শেষ দিকে শেফরান রার্দারফোর্ডের ৫৪ ও শিমরন হেটমায়ারের ২৪ রান ও ম্যাথু ফর্ডের ২৩ রানের ঝড়ো ইনিংসে ভর করে নির্ধারিত ওভারে ৬ উইকেটে স্কোরবোর্ডে ৩২৮ রানের শক্ত পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ।

জবাব দিতে নেমে ৬৩ রানে ২ উইকেট হারায় ইংল্যান্ড। তবে সেই ধাক্কা সামলে নেন ফিল সল্ট ও জেকব বেথেল। দু’জনেই পেয়েছেন ফিফটির দেখা। এই দুই ব্যাটার সাজঘরে ফিরলেও খেলা শেষ করে আসেন লিভিংস্টোন। মাঝে স্যাম করান খেলেন ৫২ রানের ইনিংস। আর ম্যাচসেরা লিভিংস্টোন অপরাজিত ছিলেন ৮৫ বলে ১২৪ রানে।

সিরিজের শেষ ম্যাচ আগামী ৭ নভেম্বর। যেখানে জয়ী দলের হাতে উঠবে সিরিজ জয়ীর পুরস্কার। এরপর আগামী ১০ নভেম্বর মাঠে গড়াবে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি।