হংকং সিক্সেস টুর্নামেন্টে দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কার কাছে ৩ উইকেটে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করা সাইফউদ্দিনের দল নির্ধারিত ৬ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে। জবাবে ৩ উইকেট হারিয়ে ও ১ বল বাকি থাকতে জয় নিশ্চিত করেছে শ্রীলঙ্কা।
টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে আগের ম্যাচের মতো শুরুতে চার–ছক্কার ফুলঝুরি ফোটাতে পারেনি বাংলাদেশ দল। জিশানের ১১ বলে ৩৬ ও অধিনায়ক সাইফউদ্দিনের ১২ বলে ২৩ রানে ৫ উইকে হারিয়ে ১০৩ রান সংগ্রহ করতে পেরেছে। আবু হায়দার তিন বলে ৩ ছয়ে ১৮ রান না করলে একশ পেরুতে পারতো না লাল-সবুজ জার্সির প্রতিনিধি দল।
১০৪ রানের জবাবে খেলতে নেমে লঙ্কান ওপেনার সানদুন ভেরাক্কোডির ১৬ বলে ঝড়ো ৫০ রানের সুবাদে ম্যাচ জিতেছে শ্রীলঙ্কা। এছাড়া আরেক ওপেনার ধনাঞ্জয়া লাকশান ৬ বলে খেলেছেন ২৪ রানের ইনিংস। বাংলাদেশের জিশান আলম ২টি উইকেট পেয়েছেন।
আরও পড়ুন: