শুক্রবার

১৮ এপ্রিল, ২০২৫
৫ বৈশাখ, ১৪৩২
২০ শাওয়াল, ১৪৪৬

ম্যানইউ-চেলসি ম্যাচ ড্র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৪ ১৩:০৯

শেয়ার

ম্যানইউ-চেলসি ম্যাচ ড্র
ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির সঙ্গে বড় জয় পেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে জয়ের ধারা অব্যাহত রাখতে পারলো না রেড ডেভিলরা। ওল্ড ট্র্যাফোর্ডে কঠিন লড়াই শেষে ১-১ গোলের ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করেছে চেলসি-ম্যানইউ।

এদিন শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল চেলসি। ম্যাচের ১৫তম মিনিটে দারুণ এক সুযোগ পেয়েছিল লন্ডনের ক্লাবটি। তবে পোস্টে লেগে ফেরত আসে ফরোয়ার্ড ননি মাদুয়েকের হেড। 

অন্যদিকে ২৪তম মিনিটে ইউনাইটেডও সুযোগ পেয়েছিল। রাসমুস হয়লুনের পাস থেকে বক্সে বল পেলেও লক্ষ্যভেদ করতে পারেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড আলেহান্দো গারনাচো।

ইউনাইটেডের সামনে প্রথমার্ধের শেষদিকে আরো একটি ভালো সুযোগ এসেছিল। তবে ক্রসবারে লেগে লক্ষচ্যুত হয় মার্কাস রাশফোর্ডের ভলি।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য দুই দলই উঠেপড়ে লাগে। তবে কোনো দলই প্রত্যাশিত গোলের দেখা পাচ্ছিল না। অবশেষে ম্যাচের ৭০তম মিনিটে লিড নেয় ম্যানইউ। 

ডি-বক্সে ইউনাইটেডের ফুটবলারকে ফাউল করে বসেন চেলসি গোলরক্ষক। পেনাল্টি পায় স্বাগতিকরা। সেখান থেকে সফল স্পট কিকে দলকে এগিয়ে দেন ব্রুনো ফার্নান্দেজ।

মিনিট চারেক পরেই সমতায় ফেরে সফরকারীরা। কর্নার কিক হেড দিয়ে ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি ক্যাসেমিরো। সেখান থেকে বল পেয়ে নিচু ভলিতে লক্ষ্যভেদ করেন চেলসির মিডফিল্ডার কাইসেদো। এরপর কোনো দলই গোল করতে না পারলে ১-১ সমতায় শেষ হয় ম্যাচ।

এই ড্রয়ে ১০ ম্যাচে ৫ জয় ও তিন ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের চারে চেলসি। সমান ম্যাচে সমান তিনটি করে জয় ও ড্রয়ে ১২ পয়েন্টে টেবিলের ১৩তম স্থানে ইউনাইটেড। ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে লিভারপুল। এ ছাড়া ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।

banner close
banner close