
নেইমারের জন্য চোট যেন শেষ হতে চায় না। দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর মাঠে ফিরে আবারো চোটে পড়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। এএফসি চ্যাম্পিয়নস লিগে ইরানি ক্লাব এস্তেগলালের বিপক্ষে ম্যাচে ৫৮ মিনিটে বদলি হিসেবে মাঠে নামলেও মাত্র ৩০ মিনিট খেলেই উরুর চোট নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।
মাঠে ফিরতেই আবার চোট পাওয়ায় হতাশ নেইমার। তবে কিছুটা আশার কথা হলো, চোটটি ততটা গুরুতর নয় বলে জানিয়েছেন তিনি নিজেই। নেইমার জানিয়েছেন, ‘এটি একটি সাধারণ ক্র্যাম্পের মতো মনে হচ্ছে এবং পরীক্ষা-নিরীক্ষা করার পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’
ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে নেইমার লেখেন, ‘একটা ক্র্যাম্প অনুভব করছি, তবে শক্ত আছি। চিকিৎসকও আমাকে আগেই সতর্ক করেছিলেন। আমাকে সতর্ক থাকতে হবে এবং আরও বেশি সময় ধরে মাঠে থাকতে হবে।’
অন্যদিকে, নেইমারের চোট পাওয়ার দিনে আল হিলাল জয়ে মাঠ ছেড়েছে। এস্তেগলালের বিপক্ষে ৩-০ গোলের জয়ে আলেক্সান্দর মিত্রোভিচ হ্যাটট্রিক করেছেন।
আরও পড়ুন: