শুক্রবার

১৮ এপ্রিল, ২০২৫
৫ বৈশাখ, ১৪৩২
২০ শাওয়াল, ১৪৪৬

জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হলেন সালাউদ্দিন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৪ ১১:০৫

শেয়ার

জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হলেন সালাউদ্দিন
সালাউদ্দিন। ছবি: সংগৃহীত

প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে ঘরোয়া ক্রিকেটে অসাধারণ সফলতা অর্জন করা কোচ মোহাম্মদ সালাউদ্দিন অবশেষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। বিসিবি ঘোষণা করেছে যে, সালাউদ্দিনের এই চুক্তি আগামী বছরের মার্চ পর্যন্ত অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ পর্যন্ত বহাল থাকবে।

সালাউদ্দিন এর আগে ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত জাতীয় দলে সহকারী কোচ হিসেবে কাজ করেছেন এবং ঘরোয়া ক্রিকেটে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ হিসেবে একাধিক শিরোপা জিতেছেন এবং ঢাকা প্রিমিয়ার লিগেও বেশ কয়েকবার দলকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, ‘সালাউদ্দিনের অভিজ্ঞতা ও দক্ষতা তাকে এই পজিশনের জন্য উপযুক্ত করে তুলেছে এবং যোগ্য বাংলাদেশি কোচদের জাতীয় দলে অন্তর্ভুক্ত করার এটাই সঠিক সময়।’

এ নিয়োগের মাধ্যমে জাতীয় দলের কোচিং প্যানেলে দেশীয় কোচদের অন্তর্ভুক্তির একটি নতুন অধ্যায় শুরু হলো।

 

 

banner close
banner close