শুক্রবার

১৮ এপ্রিল, ২০২৫
৫ বৈশাখ, ১৪৩২
২০ শাওয়াল, ১৪৪৬

দলে সাকিব না থাকায় খুশি আফগান অধিনায়ক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৪ ১১:১৭

শেয়ার

দলে সাকিব না থাকায় খুশি আফগান অধিনায়ক
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

ভারত সফরে সব ম্যাচ হারের পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও হার, বাংলাদেশ দলকে মানসিকভাবে বেশ চাপে ফেলেছে। এর পরই শুরু হতে যাচ্ছে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ। আফগানদের সোনালী প্রজন্মের দল, যাদের নেতৃত্বে রয়েছেন হাশমতউল্লাহ শহীদি, এবার আত্মবিশ্বাসী, বিশেষ করে শারাজার মতো ভেন্যুতে যেখানে আফগানদের খেলার অভিজ্ঞতা ও পারফরম্যান্স বেশ সমৃদ্ধ।

তবে বাংলাদেশের জন্য নতুন একটি সমস্যা দেখা দিয়েছে ভিসা জটিলতা। দুই ক্রিকেটার এখনও দলের সঙ্গে আরব আমিরাতের ক্যাম্পে যোগ দিতে পারেননি, যা বাংলাদেশ দলের প্রস্তুতিতে প্রভাব ফেলতে পারে। কিন্তু এসব নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছেন না আফগান অধিনায়ক। হাশমতউল্লাহ শহীদি এ বিষয়ে বলেন, ‘আমরা নিজেদের প্রস্তুতি নিয়েই বেশি মনোযোগ দিচ্ছি। তারা কী সমস্যায় আছে, তা নিয়ে ভাবছি না।’

বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান এই সিরিজে অনুপস্থিত থাকবেন, যা বাংলাদেশের জন্য বড় ধাক্কা হলেও আফগানিস্তানের জন্য স্বস্তির। শহীদি এ বিষয়ে বলেন, ‘সাকিবের না থাকায় আমরা খুশি। সে অনেক অভিজ্ঞ ও প্রতিভাবান ক্রিকেটার’

এই সিরিজের জন্য বাংলাদেশের প্রস্তুতি এবং খেলোয়াড়দের মানসিকতা কীভাবে প্রভাবিত হয়, তা দেখার বিষয় হয়ে দাড়িয়েছে। তবে আফগানরা তাদের পরিকল্পনা অনুযায়ী খেলে যেতে প্রস্তুত।

 

 

banner close
banner close