বৃহস্পতিবার

৭ নভেম্বর, ২০২৪
২৩ কার্তিক, ১৪৩১
০৫ জামাদিউল আউয়াল, ১৪৪৬

শনিবার সাফজয়ী ফুটবলারদের অর্থ পুরস্কারের ঘোষণা দিবে বাফুফে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৪ ১১:২৬

শেয়ার

শনিবার সাফজয়ী ফুটবলারদের অর্থ পুরস্কারের ঘোষণা দিবে বাফুফে
ছবি: সংগৃহীত

নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো ফুটবল ফেডারেশন ভবনে গেলেন বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল। বুধবার সাফজয়ী নারী দলসহ বাফুফেতে কর্মরত সবার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন বাফুফের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটি। ফেডারেশনে জবাবদিহিতা ও স্বচ্ছতা আনতে নতুন কমিটির সকলের সাহায্য কামনা করেছেন তাবিথ আউয়াল।

নির্বাচিত হওয়ার হওয়ার পর প্রথমবারের মতো বাফুফের আঙ্গিনায় নতুন সভাপতি। এর আগেই বাফুফে ভবনে একে একে আসেন বাফুফের নতুন কমিটির সদস্যরা। সিনিয়র সহসভাপতি, চার সহসভাপতিসহ এদিন বাফুফে ভবনে পা পড়ে নির্বাহী সদস্যদেরও। তবে এদিন তাদের আসা কোনো অফিসিয়াল দায়িত্ব গ্রহণ কিংবা সভা করতে নয়।

ফেডারেশনে কর্মরত সকল সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতেই বাফুফেতে আসেন তাবিথ আউয়াল। নিজ কমিটির সদস্যদের নিয়ে সারেন পরিচিতি পর্ব। সেই সঙ্গে বাফুফের বেতনভুক্ত কর্মকর্তাদের দিয়েছেন প্রয়োজনীয় দিক নির্দেশনা।

সদ্য সাফ চ্যাম্পিয়নশিপ জয় করে আসা নারী ফুটবলারদের সঙ্গেও সাক্ষাৎ করেন তাবিথ আউয়াল। জানান, আগামী ৯ নভেম্বর আসছে তাদের জন্য পুরস্কারের ঘোষণা।

বাফুফের এই নবনির্বাচিত সভাপতি বলেন, 'আমাদের স্টাফদের মাধ্যমে যে কথাবার্তা হয়, এই ইন্টার্নাল কথা যেন বাইরে কোথাও লিক না হয়। আমি নিজেই ঘোষণাটা দিয়েছি স্টাফদের মাধ্যমে। আমি নিজেও স্টাফের একটা অংশ। আমাদের ইন্টার্নাল কথা আমি এখন আপনাদের শেয়ার করতে পারছি না। সম্ভবত আমি আগামীতেও করব না। আমি এটা অনেস্টলি বলে রাখছি।'
 
বলার অপেক্ষা রাখে না ফুটবল ফেডারেশনে বড়সড় পরিবর্তন আনতে যাচ্ছেন নতুন সভাপতি। ফেডারেশনকে রাখতে চান সচ্ছ ও দুর্নীতিমুক্ত। যার জন্য ফেডারেশনের নবনির্বাচিত সকলের সাহায্য চান তাবিথ আউয়াল।

তিনি বলেন, 'সামনের দিনে অনেক কাজ করার আছে এবং কাজের মধ্যে ইন্টার্নাল অনেক মেরামতেরও ব্যাপার আছে, এক্সটার্নাল মেরামতের ব্যাপারও আছে। ফিজিক্যাল সংস্কার করতে হবে এবং ইনট্যাঞ্জিবল সংস্কারও আমাদের করতে হবে। এবং আমরা এই সবগুলা গোল, মিশন, অবজেক্টিভ সামনে নিয়ে কিন্তু ৯ নভেম্বর অনেকগুলো সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আমি মনে করি, দেলিগেটরা যেহেতু নির্বাচিত হয়ে এসেছে, সেটাই হলো ফাইনাল সিদ্ধান্ত। এখন আমাদের বাকি দিনগুলো হলো মিলেমিশে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা।'

এদিন সভাপতি সাক্ষাৎ করেছেন সাফজয়ী নারী ফুটবলারদের সঙ্গে। দিয়েছেন উৎসাহ। তবে সাবিনাদের জন্য বোনাসের বিষয়টি ৯ নভেম্বর আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে। তাবিথ আউয়াল বলেন, 'বিএফএফের পক্ষ থেকে ৯ নভেম্বর একটা ঘোষণা আসবে। তার সঙ্গে আমরা এরই মধ্যে শুনেছি এবং অ্যাপ্রোচও পেয়েছি যে, অনেক ব্যক্তি এবং ব্যক্তিগত প্রতিষ্ঠান তারাও কিন্তু আমাদের নারী ফুটবলারদের সংবর্ধনা দিতে চায় এবং ওনারা একটা উপহারও দিতে চায়। '

এরই মধ্যে অনেক সংস্থাই নারী ফুটবলারদের সংবর্ধনা দেয়ার প্রস্তাব দিয়েছে বাফুফেকে। তবে সবকিছু বিশ্লেষণ করেই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে ফেডারেশনের নতুন কমিটি।