শুক্রবার

১৮ এপ্রিল, ২০২৫
৫ বৈশাখ, ১৪৩২
২০ শাওয়াল, ১৪৪৬

ডিমেরিট পেয়েছে ভারতের কানপুরের মাঠ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৪ ১১:০৯

শেয়ার

ডিমেরিট পেয়েছে ভারতের কানপুরের মাঠ
কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম। ছবি: আইসিসি।

গত সেপ্টেম্বর-অক্টোবরে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেই সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচের বেশির ভাগ সময়ই নষ্ট হয়েছিল আউট ফিল্ড ভেজা থাকার কারণে।

বাজে আউটফিল্ডের কারণে শাস্তি পেয়েছে গ্রিন পার্ক স্টেডিয়ামটি। আউট ফিল্ডকে অসন্তোষজনক বলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৃহস্পতিবার ভেন্যুটিকে ১ ডিমেরিট পয়েন্ট দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আগামী পাঁচ বছরের মধ্যে আর এক বা এর বেশি ডিমেরিট পয়েন্ট পেলেই আন্তর্জাতিক ম্যাচ আয়োজন থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হবে কানপুরের এই স্টেডিয়ামটি।

বৃষ্টির কারণে আড়াই দিনের বেশি সময় খেলা না হলেও ম্যাচটিতে ৭ উইকেটে জেতে ভারত। প্রথম ইনিংসে বাংলাদেশকে তারা অলআউট করে দেয় ২৩৩ রানে, দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ করতে পারে ১৪৬ রান। ভারত টি–টোয়েন্টির গতিতে ব্যাটিং করে ৩৪.৪ ওভারে ২৮৫ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে। পরে জয়ের জন্য প্রয়োজনীয় ৯৮ রান পেরিয়ে যায় তারা ১৭.২ ওভারে, মাত্র ৩ উইকেট হারিয়ে।

banner close
banner close