শনিবার

২৩ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২১ জামাদিউল আউয়াল, ১৪৪৬

সিরিজ বাঁচাতে পরিবর্তন নিয়ে নামবে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৪ ১৪:২৫

শেয়ার

সিরিজ বাঁচাতে পরিবর্তন নিয়ে নামবে বাংলাদেশ
দ্বিতীয় ওডিআই খেলতে আজ মাঠে নামবে বাংলাদেশ। ছবি: আইসিসি

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৯২ রানের ব্যাবধানে হেরেছে বাংলাদেশ। তাই সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের বিকল্প নেই নাজমুল হোসেন শান্তর দলের। অন্যদিকে আজ জিতলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত হয়ে যাবে আফগানিস্তানের।

শনিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। শরাজায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়।

এই ম্যাচে নিশ্চিতভাবেই বাংলাদেশের একাদশে পরিবর্তন আসছে। গত ম্যাচে হারের পর চোট হানা দেয় টাইগার শিবিরে। আঙুলের চোটে পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। অভিজ্ঞ এই ব্যাটারকে হারিয়ে কিছুটা হলেও বিপাকে সিরিজে পিছিয়ে থাকা টাইগাররা।

মুশফিকের বিকল্প হিসেবে একমাত্র উইকেটকিপার ব্যাটার হিসেবে স্কোয়াডে আছেন জাকের আলি অনিক। টেস্ট ও টি-টোয়েন্টিতে ইতোমধ্যেই বাংলাদেশের জার্সিতে খেলেছেন তিনি। তবে ওয়ানডেতে এখনও অভিষেক হয়নি তার। মুশফিকের চোটে এবার কপাল খুলতে পারে তার। আজই পেয়ে যেতে পারেন ওয়ানডে ক্যাপ।

গতকাল জাকেরকে নিয়ে মেহেদি হাসান মিরাজ বলেছেন, দলের সমন্বয়ের কথা যদি বলেন দেখুন, আমাদের কিন্তু অপশনও খুব বেশি নেই। লিটন দাস অসুস্থ, সে থাকলে দলের সমন্বয়টা আরও ভালো থাকতো হয়ত। যেহেতু ওইরকম সুযোগ নেই, জাকের আলির জন্য বেস্ট অব লাক।

মুশফিক ছাড়া স্কোয়াডে আর কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। দুই স্পিনার আর তিন পেসার নিয়ে আজও মাঠে নামতে পারে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য):

সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকের আলি (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।