নেশন্স লিগের পরবর্তী দুই ম্যাচের জন্য শুক্রবার দল ঘোষণা করেছেন স্পেন কোচ দে লা ফুয়েন্তে। ক্লাব ফুটবলে রাজত্ব করছে রিয়াল মাদ্রিদ। কিন্তু ফুয়েন্তের ২৭ সদস্যের ঘোষিত দলে নেই রিয়ালের কোনো ফুটবলার! সর্বোচ্চ পাঁচজন সুযোগ পেয়েছেন বার্সেলোনা থেকে।
তিন বছর পর আবারও ঘটল এমন ঘটনা। গত মাসে দুই ম্যাচের জন্য ঘোষিত দলে রিয়ালের ছিলেন তিনজন- দানি কারভাহাল, হোসেলু ও নাচো। কারভাহাল চোটের কারণে মাঠের বাইরে আছেন। নাচো এই মৌসুমে সৌদি আরব এবং হোসেলু কাতারের লিগে নাম লিখিয়েছেন। নাচো সুযোগ না পেলেও সৌদির ক্লাব আল নাসরে খেলা এমেরিক লাপোর্তে ঠিকই সুযোগ পেয়েছেন।
ক্লাবের হয়ে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন মার্ক কাসাদো। প্রথমবারের মতো স্পেন জাতীয় দলে ডাক পেয়েছেন বার্সেলোনার ২১ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
আগামী ১৫ নভেম্বর ডেনমার্ক ও ১৮ নভেম্বর সুইজারল্যান্ডের মুখোমুখি হবে ২০২৪ ইউরো জয়ীরা।
গত মৌসুমে বার্সেলোনা রিজার্ভ (বি) দলের হয়ে স্পেনের তৃতীয় বিভাগে খেলেন কাসাদো। মূল দলেও অভিষেক হয়ে যায় একই মৌসুমে। চলতি মৌসুমে অনেক খেলোয়াড়ের চোটে নিয়মিত সুযোগ পেয়ে হান্সি ফ্লিকের দলে গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন তিনি। মৌসুমে লা লিগায় ১০ ম্যাচে তার অ্যাসিস্ট তিনটি, চ্যাম্পিয়ন্স লিগে চার ম্যাচে অ্যাসিস্ট দুটি।
পোর্তোর হয়ে দারুণ ছন্দে আছেন ওমোরদিন। ১২ ম্যাচে ১১ গোল করেছেন তিনি।
নেশন্স লিগে ‘এ’ লিগের চার নম্বর গ্রুপে দুই ম্যাচ হাতে রেখেই কোয়ার্টার-ফাইনালের টিকেট নিশ্চিত করেছে স্পেন। গ্রুপের শীর্ষ দুই দল জায়গা পাবে শেষ আটে।
স্পেন দল-
গোলকিপার: ডেভিড রায়া, অ্যালেক্সি রেমিরো, রবার্ট সানচেজ।
ডিফেন্ডার: আইতর পারেদেস, ওস্কার মিনগুয়েজা, পেদ্রো পোরো, ডানি ভিভিয়ান, এমেরিক লাপোর্তে, পাও তোরেস, মার্ক কুকুরেয়া, আলেহান্দ্রো গ্রিমালদো।
মিডফিল্ডার: মার্টিন জুবিমেন্দি, ফাবিয়ান রুইজ, মিকেল মেরিনো, অ্যালেক্স বায়েনা, দানি ওলমো, মার্ক কাসাদো, পেদ্রি।
ফরোয়ার্ড: লামিন ইয়ামাল, ফেরান তোরেস, নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো, মিকেল ওয়ারজাবাল, আলভারো মোরাতা, আয়োজ পেরেজ, সামু ওমোরদিন, ব্রায়ান জারাগোজা।
আরও পড়ুন: