অর্থ পুরস্কার দেয়ার কথাটা আগেই জানিয়েছিলেন বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল। অঙ্কটা ছিল অজানা। পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার নতুন কার্যনির্বাহী কমিটির প্রথম সভা শেষে তা প্রকাশ করা হয়েছে। দেড় কোটি টাকা পাবে নারী দল।
টাকার অঙ্কটা জানান নারী দলের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। গণমাধ্যমে তিনি বলেন, ‘সাফ জয়ী মেয়েরা যে সুনাম বয়ে এনেছে, দুই বার চ্যাম্পিয়ন হয়েছে। এ জন্য আমাদের নতুন কমিটি তাদের দেড় কোটি টাকা দেবে। এটা আজ সিদ্ধান্ত হয়েছে।’
গত ৭ নভেম্বর তাবিথ আউয়াল বাফুফে ভবনে নারী দলকে অর্থ পুরস্কার দেবেন বলে জানান। ওই সময় নারী দলের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করেন বোর্ড সভাপতি।
সাফের ফাইনালে নেপালকে হারানোর পরের দিন বিসিবি নারী দলকে ২০ লাখ টাকা দেয়ার কথা জানায়। এরপর এক কোটি টাকা পুরস্কারের ঘোষণা দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে নারী দল বাফুফে ভবনে পৌঁছালে ওই ঘোষণা দিয়ে সাবিনার হাতে ডামি চেক তুলে দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব।
গত ৩০ অক্টোবর দশরথ রঙ্গশালার ফাইনালে স্বাগতিক নেপালের হাজার হাজার দর্শককে স্তব্ধ করে ২-১ গোলে জিতে বাংলাদেশ। ৫২ মিনিটে মনিকা চাকমার গোলের মিনিট দুয়েকের মধ্যেই নেপাল সমতায় ফিরে। ৮১ মিনিটে ঋতুপর্ণা চাকমার গোলে চ্যাম্পিয়ন হয় লাল সবুজের প্রতিনিধিরা।
আরও পড়ুন: