আফগানিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে রীতিমতো লজ্জাজনক ভাবে হেরেছে বাংলাদেশ। বাজে সেই হারের পর নাজুমল হোসেন শান্তর দলের একমাত্র লক্ষ্য দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে টিকে থাঁকা। সিরিজ বাঁচানোর এই ম্যাচে টস ভাগ্য সহায় হয়েছে বাংলাদেশের। টস জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক শান্ত। শারজাতে বাংলাদেশ সময় বিকেল ৪ টায় ম্যাচটি শুরু হবে।
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৯২ রানের বিশাল ব্যাবধানে হেরেছে বাংলাদেশ। তাই সিরিজ হাতছাড়া না করতে দ্বিতীয় ওয়ানডেতে জিততে হবে নাজমুল হোসেন শান্তর দলের। অন্যদিকে আজ জয় পেলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত হবে আফগানদের।
চোটের কারণে বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম ছিটকে যাওয়ায় এই ম্যাচে অভিষেক হচ্ছে আরেক উইকেটকিপার ব্যাটার জাকের আলী অনিকের। এ ছাড়া রিশাদ হোসেনের জায়গায় দলে ফিরেছেন নাসুম আহমেদ।
অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে নামছে আফগানরা।
বাংলাদেশ একাদশ-
তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ-
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সেদিকুল্লাহ অটল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবদিন নাইব, রশিদ খান, আল্লাহ গজনফর, নানগেয়ালিয়া খারোতে ও ফজলহক ফারুকি।
আরও পড়ুন: